আর রাখঢাক নয়, পাঁচ মাস হতেই ছেলের মুখ প্রকাশ্যে আনলেন কাজল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যে অভিনেত্রীরা দক্ষিণী ইন্ডাস্ট্রির সঙ্গে বলিউডেও সমান তালে কাজ করছেন, তাদের মধ্যে একজন কাজল আগরওয়াল (Kajal Aggarwal)। মূলত দক্ষিণী ছবিতে বেশি অভিনয় করলেও একাধিক হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় কাজল।

তবে বেশ কিছুদিন কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। কারণ বিয়ের পরপরই প্রথম সন্তানের জন্ম দেনদেন তিনি। ২০২০ র অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসেন কাজল এবং গৌতম কিচলু। চলতি বছরের মে মাসে জন্ম হয় ছোট্ট নীল কিচলুর। মোটে পাঁচ মাস বয়স খুদের। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি আগেই শেয়ার করেছিলেন কাজল, কিন্তু এতদিন পুঁচকের মুখ দেখাননি তিনি।


অপেক্ষার অবসান হল শনিবার। এদিন স্বামী ও ছেলের সঙ্গে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন কাজল। স্ট্রোলারে শুয়েছিল খুদে। এদিন আর সন্তানের মুখ লুকিয়ে রাখার কোনো চেষ্টা করেননি তারকা দম্পতি।পাপারাৎজির সামনেই গৌতম ও ছেলে নীলের সঙ্গে হাসিমুখে পোজ দেন কাজল।

ব‍্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে ২০২০ র ৩০ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে তিনি লেখেন, ‘আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে আগামী ৩০ অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। মুম্বইতে পারিবারিক অনুষ্ঠান করেই আমাদের বিয়ে সম্পন্ন হবে। আমাদের দুই পরিবারের সদস‍্যরাই সেখানে উপস্থিত থাকবেন।’

প্রথম বিবাহ বার্ষিকীর কয়েক মাস পরেই সন্তানসম্ভবা হওয়ার সুখবর দিয়েছিলেন কাজল। সোশ‍্যাল মিডিয়ায় কাজলের সঙ্গে একটি ছবি শেয়ার করে বেশ সাংকেতিক ভাবেই সুখবরটা ফাঁস করেছিলেন গৌতম। গত ১৯ এপ্রিল নীলের জন্ম দেন কাজল।

X