প্রকাশ্যে কাজলের মোমের মূর্তি, আসল-নকলের ফারাক বুঝতে গলদঘর্ম নেটজনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির জগতে কাজল আগরওয়াল অত‍্যন্ত পরিচিত মুখ। সৌন্দর্য্যের জন‍্য তো বটেই অভিনয় দক্ষতার জন‍্যও সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন কাজল। শুধুমাত্র তেলুগু, তামিল ছবিতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। পা বাড়িয়েছেন বলিউডেও। সেখানেও ইতিমধ‍্যেই নিজের জায়গা পাকা করতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এর আগেই জানা গিয়েছিল সিঙ্গাপুরের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেতে চলেছে কাজলের মোমের মূর্তি। মূর্তি তৈরির মাপজোক নেওয়ার ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ারও করেছিলেন কাজল। এবার প্রকাশ‍্যে এল সেই বহু প্রতিক্ষীত মূর্তি।

সম্প্রতি সিঙ্গাপুরে মাদাম তুসোর মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন কাজল। মূর্তির জন‍্য পোজ আগে থেকেই ঠিক করা ছিল। সেই মতোই মূর্তি তৈরি করেছেন নির্মাতারা। আর সেই মূর্তির সঙ্গে কাজলের সামঞ্জস‍্য এতটাই যে চমকে গিয়েছেন খোদ অভিনেত্রী। চমকেছেন কাজলের বোন নিশাও। দুজনের মধ‍্যে পার্থ‍ক্যই করতে পারছিলেন না তিনি।

https://www.instagram.com/p/B8LRpgQnntu/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8LR9W9HEsb/?utm_source=ig_web_copy_link

নেটিজেনরাও হতভম্ব হয়ে গিয়েছেন কাজলের মূর্তি দেখে। প্রশংসায় ভরে গিয়েছে তাঁর ইনস্টা হ‍্যান্ডেল। অনেকেই মন্তব‍্য করেছেন কোনটা আসল কিজল তা বোঝা সত‍্যিই কঠিন।

https://www.instagram.com/p/B8LSFsqnWJc/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8MYV3pHXzM/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, এই মুহূর্তে একটি হিন্দি ছবিতে কাজ করছেন কাজল আগরওয়াল। চলতি বছরেই মুক্তি পাবে তাঁর দুটি নতুন ছবি ইন্ডিয়ান টু ও মুম্বই সাগা।

X