বাংলাহান্ট ডেস্ক : সাজ-পোশাক, হাঁটা-চলা অবিকল এক। এক নজরে দেখলে কুমার শানু (Kumar Sanu) ভেবে ভুল করতেই পারে যে কেউ। শুধু তাই নয়, কুমার শানুর মত গান গাইতেও পারেন। সোনার হার, আঙুলে আংটি ,হাতে ঘড়ি বোঝার উপায় নেই আসল নাকি নকল কুমার শানু। তিনি রামপুরহাটের (Rampurhat) কাজীবর রহমান (Kajibar Rahman)। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই কাজী। আনুমানিক ৪৪ বছর বয়সী এই ব্যক্তি রামপুরহাট শহরের কলেজ পাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গিয়েছে, পেশাই অফিস টাইমে দলিল লেখক হলেও গানই তার জীবনের নেশা। কুমার শানুর মতো গান থেকে শুরু করে অঙ্গভঙ্গিক সবকিছুই একদম কুমার শানুর মতোই রপ্ত করেছেন তিনি। আগে, বিভিন্ন অনুষ্ঠানে কিশোর কুমারের গান গাইলেও তার ভাইরাল হওয়ার পিছনে অবশ্য রয়েছে কুমার শানুর গান। দলিল লেখার পাশাপাশি কাজীবর যেমন বাড়িতে গান গান তেমনি বিভিন্ন স্টেজ শোতে গান গেয়ে তিনি তুমুল জনপ্রিয়।
কাজীবরের কথায়, “আমার মেজদা স্টেজ পারফরমেন্স করতেন। তাকে দেখেই আমার গানের জগতে আসা”। ইতিমধ্যেই, নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন কাজীবর। বেশ কয়েকটি গান সেই চ্যানেলে আপলোডও করে দিয়েছেন। কাজীবরের বক্তব্য, “ছোট থেকে গান করার ইচ্ছে। কর্মব্যস্ত জীবনে যখনই ফাঁকা সময় পাই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি”। আর এই করতে করতে হঠাৎই ভাইরাল হয়ে যান তিনি। কাজীবরের এই সাধনাকে সম্মান জানান তার পরিচিত মানুষজনেরাও।
সম্প্রতি মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, গানটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চোখ বুঝে শুনলে মনে হবে, একদম কুমার শানু গাইছেন। জীবনে একটাই সাধ, অন্তত একবার হলেও দেখা হোক বিখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানুর সাথে। আর সেই কারণেই তিনি মনেপ্রাণে চান, সংবাদমাধ্যমের দৌলতে এই খবরটি অন্ততপক্ষে অসামান্য সঙ্গীতশিল্পী কুমার শানুর কাছে পৌঁছে যাক যাতে জীবনে একবার তার হলেও ‘শানুকন্ঠী’ কাজীবর ছুঁয়ে দেখতে পারেন তার আরাধ্য আসল ‘কুমার শানুকে’।