বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই শোনা গিয়েছিল, নিজের ফ্ল্যাট ভাড়া দিয়েছেন কাজল (Kajol)। কয়েক কোটি টাকা খরচ করলেই থাকতে পারা যাবে অভিনেত্রীর বিলাসবহুল ফ্ল্যাটে। এবার আবারো সম্পত্তির পরিমাণ বাড়ালেন কাজল। দু দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। কোটি কোটি টাকা খরচ করে নতুন সম্পত্তি কিনেছেন কাজল।
জুহুর অনন্যা বিল্ডিংয়ে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বিল্ডিংয়ের দশতলায় দুটি ফ্ল্যাট কিনেছেন তিনি। জানা যাচ্ছে, দুটি ফ্ল্যাটেরই পরিমাপ প্রায় ২ হাজার বর্গফুটের মতো।
কাজল ও অজয় যে বাংলো শিবশক্তিতে এখন থাকেন, সেটিও তাঁর নতুন ফ্ল্যাটের কাছাকাছি। জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসেই টাকা মিটিয়ে দিয়েছেন কাজল। সূত্রের খবর মানলে, দুটি ফ্ল্যাটের দাম মিলিয়ে মোট ১১.৯৫ কোটি টাকা দিতে হয়েছে অভিনেত্রীকে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে জানা গিয়েছিল পোওয়াই এ নিজের অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছেন অভিনেত্রী। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাজলের ফ্ল্যাটটি ৭৭১ বর্গফুটের। হীরানন্দানি গার্ডেনের অ্যাটলান্টিস প্রোজেক্টের ২১ তলায় রয়েছে ফ্ল্যাটটি। গত ৩ রা ডিসেম্বর লাইসেন্স এগ্রিমেন্ট রেজিস্টার করা হয়েছে।
জানা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থার জন্য আগাম ৩ লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে। এক বছর পর ভাড়া বেড়ে হবে মাসে ৯৬ হাজার ৭৫০ টাকা। কাজল নিজে থাকেন জুহুর বাংলোয়। প্রায় ৬০ কোটি টাকা দিয়ে বাংলোটি কিনেছিলেন অজয় দেবগণ। বাংলোটির নাম শিবশক্তি।
প্রসঙ্গত, শেষবার ‘ত্রিভঙ্গা’ ছবিতে দেখা গিয়েছিল কাজলকে। এরপর কয়েকটি বায়োপিকের কাজ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতেও অভিনয় করবেন কাজল। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার হিরানি।