বাংলাহান্ট ডেস্ক: তারকা সন্তান হওয়ার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। বাবা মায়ের জনপ্রিয়তার দৌলতে যেমন ছবিতে সহজে সুযোগ পাওয়া যায়, তেমনি ট্রোলও (Troll) এইসব স্টারকিডদের নিত্যসঙ্গী। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সঙ্গে খুব ভাল ভাবেই পরিচিত কাজল (Kajol) কন্যা নাইসা দেবগণ (Nysa Devgan)। কখনো অতিরিক্ত খোলামেলা পোশাক পরার জন্য, কখনো বা সম্পূর্ণ লুক বদলে ফেলার জন্য সমালোচনার শিকার হন তিনি।
টিনএজার নাইসা বেশিরভাগ সময়েই বিদেশে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর যেসব ছবি ভাইরাল হয় সবেতেই তাঁকে পার্টি করতে দেখা যায়। আর এর জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়েন তিনি। মেয়ের অপমানে ক্ষুব্ধ মা কাজলও। নাইসাকে ট্রোলের জবাবে পালটা কটাক্ষ শোনালেন তিনি।
এখনো বলিউডে পা-ও রাখতে পারেননি নাইসা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা দেখার মতো। কিন্তু একই সঙ্গে ট্রোলারদেরও বিশেষ প্রিয় তিনি। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে নিজের মত প্রকাশ করেন কাজল। সেই সঙ্গে ট্রোলের সঙ্গে মোকাবিলা করার জন্য বিশেষ পরামর্শও দেন মেয়েকে।
কাজলের কথা, ট্রোল এখন একটা অঙ্গ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার। প্রায় ৭৫ শতাংশ। কেউ ট্রোলড হচ্ছে মানে সে প্রচারেও আসছে। সে জনপ্রিয়তাও পাচ্ছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ট্রোল না হলে জনপ্রিয়তাও পাওয়া যাবে না। কিন্তু মায়ের মন, মেয়েকে ট্রোলড হতে দেখলে কি আর শান্ত থাকা যায়?
কাজল বলেন, নাইসার ব্যাপারে যেসব খবর প্রকাশিত হয়েছে সবকটি তিনি নিজে পড়েছেন। আর দেখেছেন অদ্ভূত ভাবে ১০০ এর মধ্যে ২ জন মাত্র খারাপ কথা বলেছেন নাইসাকে। একই কথা তিনি মেয়েকেও বোঝান। ১০ জন যদি নিন্দা করে তাহলে ১০ হাজার জন প্রশংসাও করে। তবে এসবের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল, নাইসা নিজে নিজের ব্যাপারে কী ভাবে।
প্রসঙ্গত, আপাতত নাইসা বিদেশে পড়াশোনা করছেন। তিনি কবে বলিউডে পা রাখবেন, আদৌ রাখবেন কিনা তা জানেন না কাজল, অজয় কেউই। তবে বলিউডের লোকজনদের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক নাইসা। একাধিক পার্টিতেও দেখা যায় তাঁকে।