মা দুর্গার সামনে বসেই দেদার পিএনপিসি, সেলফি, বম্বের পুজোয় একসঙ্গে কাজল-রানি

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হোক বা সুদূর বম্বে, দুর্গাপুজোর (Durgapuja) আমেজ এক সর্বত্র। কলকাতায় যেমন থিম পুজো এবং সাবেকির মেলবন্ধন, তেমনি মুম্বই বলতেই সর্বপ্রথম মাথায় আসে নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজো (Durgapuja)। এই পুজো মূলত মুখার্জিদের পুজো নামেই জনপ্রিয়। অর্থাৎ কাজল এবং রানি মুখার্জির পরিবারের পুজো। প্রতি বছর নিয়ম করে এই পুজোয় অংশও নেন দুই বোন। সারা বছর কাজের চাপ বা অন্যান্য কারণে তাঁদের একসঙ্গে বিশেষ দেখা না গেলেও দুর্গাপুজো (Durgapuja) উপলক্ষে একত্র হন রানি কাজল। এবারেও হল না তার ব্যতিক্রম।

বাড়ির দুর্গাপুজোয় (Durgapuja) হাজির কাজল রানি

ষষ্ঠীর দিন নর্থ বম্বে সার্বজনীনের পুজোয় (Durgapuja) দেখা মিলল কাজল এবং রানির। এদিন একটি লাল পাড় নীল স্ট্রাইপ সিল্কের শাড়িতে দেখা গেল রানি মুখার্জিকে। অন্যদিকে কাজল পরেছিলেন কমলা শাড়ি। দীর্ঘদিন পর একসঙ্গে দুই বোন। মা দুর্গার সামনে বসেই চলল চুটিয়ে আড্ডা, গসিপ। সকলকে নিয়ে সেলফি তুলতেও দেখা গেল কাজলকে।

আরো পড়ুন : থামল লড়াই, দেবীপক্ষে চুপিসারেই চিরবিদায় নিলেন রতন টাটা

দুই বোনে মাতলেন আড্ডায়

পুজোর (Durgapuja) ব্যস্ততার ফাঁকে কাজলের টিপ ঠিক করে দিলেন রানি। আবার দুজনে পাশাপাশি দাঁড়িয়ে পোজও দিলেন পাপারাৎজির জন্য। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সমস্ত ছবি, ভিডিও। ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর অঞ্জলি এবং টিনাকে আবারো একসঙ্গে দেখে স্মৃতিতে ডুব দিয়েছেন অনেকেই।

আরো পড়ুন : হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, দেবীপক্ষেই লিভ ইন পার্টনারের সঙ্গে বিয়ে সারলেন ‘মিশকা’ অহনা!

তারকাদের ঢল নামে পুজোয়

প্রসঙ্গত, নর্থ বম্বে সার্বজনীনের এই দুর্গাপুজো (Durgapuja) আগে হত জুহুর টিউলিপ স্টার হোটেলে। তবে এবার জায়গা বদলে জুহুর এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটির সামনে হচ্ছে এই পুজো (Durgapuja)। প্রতি বছর এই পুজোয় ঢল নামে তারকাদের। আসেন সাধারণ মানুষও।

Durgapuja

মুখার্জিদের পুজোয় থাকে ভোগ খাওয়ার ব্যবস্থা। এদিন কাজলকেও দেখা যায় ভোগ বিতরণ করতে। একবার পুজোয় ছেলে যুগকেও নিয়ে এসেছিলেন তিনি। মায়ের সঙ্গে হাত মিলিয়ে ভোগ প্রসাদ দিয়েছিল যুগ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর