বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকে সবথেকে হিট অনস্ক্রিন জুটিদের তালিকায় সবার প্রথমে নাম আসবে শাহরুখ খান (shahrukh khan) ও কাজলের (kajol)। দুজনেই সে সময় নিজের নিজের জীবনে বিবাহিত, অথচ তাঁদের দেখলে তা বোঝার উপায় ছিল না। রোম্যান্সে শাহরুখ কাজল জুটিকে টেক্কা দেওয়া শুধু কঠিনই নয়, একরকম অসম্ভব ছিল।
বহু বছর পর সেই আইকনিক জুটি ফিরেছিল রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ (dilwale) ছবিতে। ২০১৫ তে মুক্তি পেয়েছিল শাহরুখ, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি সানন অভিনীত দিলওয়ালে। ছবির গল্প দর্শকদের চূড়ান্ত ব্যর্থ করলেও শুধুমাত্র শাহরুখ কাজল জুটিকে দেখার জন্যই হলমুখো হয়েছিল দর্শক। তাদের নিরাশ করেনি ছবির গান।
বিশেষ করে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘গেরুয়া’তে প্রিয় জুটিকে দেখে আপ্লুত হয়েছিল দর্শকরা। আইসল্যান্ডের নয়নাভিরাম দৃশ্য গানটির জনপ্রিয়তা যে আরো বাড়িয়ে দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন সুন্দর জায়গাই এক লহমায় বদলে যেতে পারত, এই গানই মৃত্যু ডেকে আনত শাহরুখের জীবনে যদি না কাজল থাকতেন!
গেরুয়ার শুটিংয়ের সময় এমনি ভয়াবহ ঘটনা ঘটেছিল যাতে প্রাণও হারাতে পারতেন কিং খান। কিন্তু কাজল বাঁচিয়ে দিয়েছিলেন তাঁকে। ছয় বছর আগে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজের তরফে গেরুয়া তৈরির নেপথ্যের ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে এই ঘটনার কথা জানান কাজল।
অভিনেত্রী জানান, তাঁরা একটি ঝরনার পেছনে গুহার মধ্যে শুটিং করছিলেন। ক্যামেরা চালু হওয়ার আগে নাচের স্টেপগুলো আরেকবার ঝালিয়ে নিচ্ছিলছন দুজনে। তখনি পা ফসকে আরেকটু হলে খাদে তলিয়ে যাচ্ছিলেন শাহরুখ। সঙ্গে সঙ্গে তাঁর হাত ধরে টেনে নেন কাজল। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত সেদিন। ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, “আমি তোমার কাছে ঋণী। আমার এই জীবন এখন থেকে তোমার নামে।”
প্রসঙ্গত, গেরুয়া ছাড়াও এই ছবির জনম জনম, মন মা ইমোশনের মতো গানগুলিও বেশ জনপ্রিয় হয়েছিল। তার আগে ‘মাই নেম ইজ খান’ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ কাজল জুটিকে। কিন্তু দিলওয়ালে ছবির পর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের।