যৌবনে পা রাখল নাইশা, মেয়ের জন্মদিনে বিশেষ বার্তা মা কাজলের

বাংলাহান্ট ডেস্ক: এখনও পা রাখেননি অভিনয় জগতে। কবে রাখবেন কি আদৌ রাখবেন না সেই বিষয়েও মুখ খোলেননি। বরং বলা যায়, অন্যান্য তারকা সন্তানদের তুলনায় তাঁর ওপর লাইমলাইটা একটু কমই থাকে। কিন্তু তা সত্ত্বেও একেবারেই যে তাঁকে রেহাই দিয়েছে নেটজনতা তা কিন্তু নয়। কথা হচ্ছে অজয়-কাজল কন্যা নাইশা দেবগণকে (nysa devgan) নিয়ে।

মাঝে মাঝেই তাঁর নাম দেখা যায় সংবাদ শিরোনামে। এর আগে পোশাক বাছাই নিয়ে বহুবার নেটিজেনদের ট্রোলের সম্মুখীন হতে হয়েছে নাইশাকে। এমনকি তাঁর ফিগার নিয়েও কটুক্তি করতে দেখা গিয়েছে নেটজনতার একাংশকে। বাধ‍্য হয়ে মেয়ের সমর্থনে মুখ খুলেছিলেন অজয় দেবগণ ও কাজল। কিন্তু তাতেও বন্ধ হয়নি ট্রোল।

nysa devgan pic 2
তবে এ সব সময়ে নিজের মা বাবাকে ঠিকই পাশে পেয়েছেন নাইশা। মেয়ের পাশে দাঁড়িয়ে সমস্ত ট্রোলের বিরুদ্ধে গর্জে উঠেছেন কাজল ও অজয়। আজ ১৮ তে পা দিলেন নাইশা। মেয়ে যৌবনে পা দেওয়ায় উচ্ছ্বসিত কাজল। নাইশার জন্মদিনে এক আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের মা হওয়ার অভিজ্ঞতাও এদিন সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন কাজল।

নাইশার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি জন্মাবার সময় আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। আমার জন‍্য এটা সবথেকে বড় পরীক্ষা ছিল আর অন্তত এক বছরের জন‍্য আমি ভয় ও চিন্তার মধ‍্যে ছিলাম। তারপর তুমি ১০ এ পা দিলে আর আমি বুঝতে পারলাম কিছু সময়ের জন‍্যই আমি শিক্ষিকা ছিলাম। বাকি সময়টা আমি একজন শিক্ষার্থী ছিলাম যে কিনা নতুন নতুন জিনিস শিখতো। আর আজ এই দিনে এসে আমি বলতে পারি আমি ভালভাবে পাশ করে গেছি। তুমি একজন প্রকৃত নারী হয়ে উঠেছো। নিজের মতো করে বাঁচো অন‍্য কারোর জন‍্য নিজেকে নমনীয় করো না। আমি তোমার সঙ্গে আছি। তোমার কাছে অস্ত্র রয়েছে তাই নিজের শক্তিটা ভাল ভাবে ব‍্যবহার করো।’

https://www.instagram.com/p/CN3_Od6pwjY/?igshid=pxjwiepc9ds0

প্রসঙ্গত, এই মুহূর্তে সিঙ্গাপুরে পড়াশোনা করছেন নাইশা দেবগণ। মেয়ের সঙ্গে কাজলও মাঝে মাঝে সেখানে গিয়ে সময় কাটিয়ে আসেন। ইনস্টাগ্রামে থাকলেও নিজের অ্যাকাউন্টটি অনুরাগীদের নাগালের বাইরে অর্থাৎ প্রাইভেট করে রেখেছেন নাইশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর