আগামী দু’ঘন্টায় কালবৈশাখী দক্ষিণবঙ্গের ৬ জেলায়! ভিজবে কলকাতাও? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: অসহ্য গরম থেকে আজই মিলবে নিষ্কৃতি? এমনই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Office)। শনিবার যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি আজ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায়।ঠিক কী আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর? জেনে নেওয়া যাক।

আজ সকাল থেকেই কিছুটা দাপট কম সূর্যের। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকলেও সামান্য নেমেছে পারদ। এরই মাঝে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শনিবার বিকেলের পরই আবহাওয়ার পরিবর্তন আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৈশাখের প্রথম কালবৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরপর রবিবার থেকে আগামী ৮ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিরার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

৬ মে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দোসর হবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবারও একই পরিস্থিতি থাকতে পারে। সোমবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

weather 75

আরও পড়ুন: ‘দিয়ে শাস্তি, রাজা কখনও সোয়াস্তি পাবে কি?’ রিলাক্স মুডে গান গেয়ে কাকে বিঁধলেন তৃণমূলের কুণাল?

দক্ষিণবঙ্গের চাইতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শনিবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব। আজ বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। উপরের দিকের এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলো বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর