পুলিশের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন কালোসোনা মন্ডল

Published On:

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

এদিন ১১টি দাবি নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা করকরিয়া মোর হতে গনডেপুটেশনে শামিল হওয়ার পর তারাপীঠ পর্যন্ত মিছিল করে তারাপীঠ থানায় তারা ডেপুটেশন জমা দেন। এই ডেপুটেশনের উপস্থিত ছিলেন প্রায় এক হাজার কর্মী সমর্থক। ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক কালো সোনা মন্ডল, সহ-সভাপতি বিজেপির দিলীপ ঘোষ ,রামপুরহাট ২ নম্বর ব্লকের বিজেপি সভাপতি কৃষ্ণ মন্ডল, রামপুরহাট শহর সভাপতি আশীষ ঘোষ মহাশয় প্রমুখ ।

 

এদিন বক্তৃতায় বিজেপির সাধারণ সম্পাদক কালো সোনা মন্ডল বলেন ,”শাসক দলের সঙ্গে পুলিশ যেভাবে বিজেপি কর্মী দের উপর অন্যায় আচরণ করছেন তাতে আমরা বাধ্য হব আইন মেনেই প্রতিবাদ করতে। তাতেও যদি কাজ না হয় তাহলে আমাদের কর্মীসমর্থকরা কাউকে ছেড়ে দেবে না। দরকার হলে পুলিশের জিভ টেনে ছিড়ে দেবেন “।

এছাড়াও বক্তৃতায় শোনা গেল যে বিভিন্ন বালিঘাট এবং বিভিন্ন রাস্তাঘাটে পুলিশ যেভাবে অন্যায় করে তোলাবাজি চালাচ্ছে এই তোলাবাজি চলবে না। এ ধরনের মোট ১১টি দাবি নিয়ে আজকের বিজেপি কর্মী গন ডেপুটেশন শামিল হয়েছিলেন তারাপীঠ থানায় বলে জানা গেছে।

X