কাল থেকেই আমূল পরিবর্তন আবহাওয়ায়! আজ বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী, তুমুল বৃষ্টির সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্ক : গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে দেখা যাচ্ছে ঝড়-বৃষ্টি (West Bengal Weather)। কখনো কালবৈশাখী, আবার কখনো দমকা হওয়া, আবার কখনো মুষলধারে বৃষ্টি। এই ভাবেই চলছে গত কয়েকদিন। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার (South Bengal Weather) উন্নতি হলেও উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সোমবার রাতেও দুর্যোগের চেহারা দেখেছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলগুলি৷ দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়-বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছিল সন্ধ্যা-রাত থেকেই৷

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৯.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮০%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%

কলকাতার আবহাওয়া : শহরের আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিনও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া আস্তে আস্তে উন্নতি হবে। বৃহস্পতিবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা।
এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার যা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার ২৩ মার্চ থেকেই তুলনামূলক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় ২৪ মার্চ শুক্রবারও বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আগামীকালের আবহাওয়া : উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির যে প্রভাব রয়েছে তা বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের মাঝ বরাবর একটি অক্ষরেখা চলে যাওয়ার কারণে সেই সকল এলাকায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তবে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর