বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি এবং পূর্বে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে প্রবাহের কারণেই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। আগামী পাঁচ থেকে ছ’দিন কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে কিছু কিছু এলাকায়। তবে কলকাতায় বৃষ্টি হবে কি না, স্পষ্ট নয়। তবে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৯%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৩%
কলকাতার আবহাওয়া : কলকাতায় বৃহস্পতিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। তৈরি হতে পারে কালবৈশাখির পরিস্থিতি। বুধবার দিনের তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। কাল রাতের তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮৮ শতাংশ। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ থাকবে কলকাতায়। তার জেরে দিনের তাপমাত্রা কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বইবে দমকা হাওয়া। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ে হাওয়া। আজ বিকেল থেকেই দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কালবৈশাখীর দাপট : আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ১৭ মার্চ উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে। ১৮ ও ১৯ মার্চ উত্তরবঙ্গে শুধু বৃষ্টি হবে। এই কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণবঙ্গজুড়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।