কালীপুজোয় নিজের হাতেই মায়ের ভোগ রান্না মুখ্যমন্ত্রীর, ভাইরাল সেই দৃশ্য

বাংলা হান্ট ডেস্কঃ আজ গোটা বাংলা জুড়ে পালন করা হয়ে চলেছে কালীপুজো (Kalipuja)। মা কালীর আরাধনা এবং আলোর রোশনাইয়ে মেতে উঠেছে গোটা শহর। এর মাঝে কালীপুজোকে কেন্দ্র করে ধুমধাম চোখে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে। সেই ধারা বজায় রেখে এ বছর জাঁকজমকপূর্ণভাবে পালন করা হচ্ছে মায়ের পুজো। এদিন মায়ের ভোগ রান্না করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে একটি ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে।

কয়েক মুহূর্ত পূর্বেই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে মা কালীর ভোগ রান্না করতে দেখা যাচ্ছে। ছবিগুলি শেয়ার করা মাত্রই মুহূর্তের মধ্যে সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি পুজোর প্রস্তুতি প্রায় শেষ।

উল্লেখ্য, গতকাল রাতে ফেসবুক পেজে নিজের বাড়ির কালী প্রতিমার ছবি শেয়ার করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কালী পুজোতে সারাদিন উপোস করার পাশাপাশি মায়ের ভোগ রান্না করেন মুখ্যমন্ত্রী নিজেই। এদিনও হলো না তার অন্যথা।

একদিকে যখন সিতরাং ঘূর্ণিঝড়ের প্রশাসনিক মোকাবিলার পাশাপাশি গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অপরদিকে ভক্তি ভরে মায়ের পুজো করতেও দেখা গিয়েছে তাঁকে। এদিন কালী পুজো উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, “কালী পুজো এবং দীপাবলীর শুভেচ্ছা জানাই সকলকে। আমাদের সকলকে লড়াই করার শক্তি দিন মা। সকল অন্ধকারকে দূর করে সবার জীবনে আলো ভরে উঠুক।”

Untitled design 2022 09 08T152047.014

প্রসঙ্গত, গোটা বাংলা জুড়ে যখন একের পর এক দুর্নীতি ইস্যুতে ক্রমাগত কোণঠাসা হয়ে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেও কটাক্ষ ছুড়ে দিয়ে চলেছে বিরোধী দলগুলি। তবে এর মাঝে এদিন মা কালীর আরাধনার মাধ্যমে এক ভিন্ন রূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী।

Sayan Das

সম্পর্কিত খবর