বাংলাহান্ট ডেস্ক : উৎসবে দিনগুলোতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিন্তু সঠিক সময় গন্তব্যস্থলে আর পৌঁছাতে পারলেন না। আর একটাই কারণ হয় রাস্তায় জ্যাম আর যদি ট্রেনে যান তাহলে ট্রেন লেট আর নয়তো মেট্রো (Metro) ভিড়। এমনই সমস্যায় ভুগতে হয় সকলকে। শুধু যাওয়ার সময় নয় আসার সময় তো আরও অসুবিধা হয়ে যায়। তবে সরকারের তরফ থেকে যাতে যাত্রী সাধারণের কোন অসুবিধা না হয় তার জন্য সর্বদা প্রস্তুতি তুঙ্গে থাকে। আর এবার কালীপুজোর আগে যাত্রীদের জন্য রইল আরো একটা দারুন সুসংবাদ। কি সংবাদ জানেন? কালীপুজোর দিন রাতে বাড়তি মেট্রো (Metro) পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল।
কালীপুজোর দিন কতক্ষণ মেট্রো (Metro) পরিষেবা পাওয়া যাবে?
সম্প্রতি মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে, কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হবে। জানা গিয়েছে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে মেট্রো (Metro) পরিষেবার সাধারণ সময়সীমা শেষ হবার পর থেকে। অর্থাৎ জানা যাচ্ছে, রাত ৯টা ৪০ মিনিটের পর এই মেট্রোগুলি চালানো হবে৷ মোট আটটি মেট্রো (Metro) চালানো হবে। আপনারা জানেন, কালীপুজোর দিনগুলিতে দক্ষিণেশ্বর এবং কালীঘাটের ভক্তরা ঠিক কিভাবে ভিড় জমায়। আর স্বাভাবিকভাবে এই সময়টায় মেট্রো (Metro) পরিষেবার বিশেষ প্রয়োজন। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই এমন পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছে।
আরো পড়ুন : মাথার ওপর পাকা ছাদ তৈরী করে দেবে রাজ্য সরকার! বাংলার আবাস যোজনায় কারা পাবেন টাকা
যদিও জানা গিয়েছে, কলকাতা মেট্রো (Metro) লাইনের ব্লু লাইনে এই পরিষেবা আপনারা পাবেন। আপ ডাউন মিলিয়ে প্রতি কুড়ি মিনিট অন্তর অন্তর মোট আটটি মেট্রো (Metro) চলবে। রাত ১০টা থেকে ১১টা অব্দি এই সময় সীমা নির্ধারণ করা রয়েছে। আপনারা জেনে রাখুন, ৩১শে অক্টোবর বৃহস্পতিবার রাতে আপ-ডাউন মিলিয়ে ২৯২টির বদলে চলবে মোট ১৯৮ টি মেট্রো। ৯৯ টি আপ আর ৯৯টি ডাউনে মেট্রো চলবে।
আরো পড়ুন: অবিশ্বাস্যকর! কালীপুজোর আগেই অদ্ভুত ঘটনা, পুকুর থেকে উঠে এল মা কালীর মূর্তি
বিশেষ মেট্রোর সময়সীমা জেনে নিন:
রাত ১০টা থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী মেট্রো (Metro) পাবেন। অর্থাৎ প্রথম স্পেশাল মেট্রোটি পাবেন রাত ১০ টাতে, এরপর ১০:২০ তে, তারপর ১০:৪০ এ, আর লাস্ট মেট্রো রাত ১১টা তে।
আবার এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো (Metro) পাবেন ৯:৪৮ মিনিট থেকে। প্রথম মেট্রো ৯:৪৮-এ, এর পরের মেট্রো ১০:০৮ মিনিটে, তৃতীয় মেট্রো ছাড়বে ১০:২৮ মিনিটে, শেষ এবং চতুর্থ মেট্রো ১০:৪৮ মিনিটে। এই হলো মেট্রোর সময়সীমা।
গ্রীন লাইনের কি অবস্থা থাকছে সেদিন?
জানা গিয়েছে কালীপুজোর দিন গ্রীনলাইনে ১০৬ টি বদলের ৯০ টি মেট্রো চলবে। এর মধ্যে ৪৫ টি ইস্টবাউন্ড আর ৪৫টি ওয়েস্ট বাউন্ড। তবে এই লাইনে কোন পরিবর্তন আনা হয়নি। একই সাথে গ্রীনলাইন ২, পার্পেল লাইন, অরেঞ্জলাইনেও কোন পরিবর্তন থাকছে না বলেই জানা গিয়েছে। আপাতত কালীঘাট এবং দক্ষিণেশ্বরে ঠাকুর দেখা নিয়ে যে কোনো অসুবিধা হচ্ছে না সেটা পাকাপাকিভাবে জানানো হয়ে গিয়েছে।