বাংলাহান্ট ডেস্ক: নিজেকে ‘মা কালীর পুত্র’ বলে অভিহিত করেন, কালীর একনিষ্ঠ ভক্ত। কিন্তু তাঁরই কণ্ঠে শিব তাণ্ডব স্তোত্র (shiva tandav stotra)। অসাধারন সুরে, দৃপ্ত কণ্ঠে পাঠ করা কালীচরণ মহারাজের (kalicharan maharaj) শিব তাণ্ডব স্তোত্রের ভিডিও এখন ভাইরাল (viral video) সোশ্যাল মিডিয়ায়।
শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। এই মাসেই মধ্যপ্রদেশের ভোজপুরের শিব মন্দিরে উদাত্ত কণ্ঠে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলেন কালীচরণ মহারাজ। সংষ্কৃতে শিব তাণ্ডব স্তোত্র যারা শুনেছেন তারা জানেন এই স্তোত্র অত্যন্ত কঠিন। কিন্তু সেই স্তোত্রই সাবলীলতার সঙ্গে পাঠ করলেন কালীচরণ মহারাজ।
তাঁর সেই স্তোত্য পাঠের ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। এমনকি অনুপম খেরও কালীচরণ মহারাজের এই ভিডিও শেয়ার করে প্রশংসা করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কালীচরণ মহারাজ আসলে মহারাষ্ট্রের বাসিন্দা। সারা দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে স্তোত্র পাঠ করেন তিনি। এই ভিডিও মধ্যপ্রদেশের ভোজপুরের শিব মন্দিরের।
https://www.facebook.com/omkaalimahraj/videos/270994724348501/
নিজেকে কালীর পুত্র হিসেবে অভিহিত করেন কালীচরণ মহারাজ। জানা যায়, মাত্র ১০ বছর বয়সে পা বেঁকে গিয়েছিল তাঁর। কালীচরণ জানান, সেই সময় স্বয়ং মা কালী এসে সুস্থ করেন তাঁকে। মাত্র ৫ সেকেন্ডের জন্য দর্শন দিয়েছিলেন মা কালী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় পায়ে সামান্য চিড় ধরেছেন।
https://twitter.com/authoramish/status/1283436116239147008?s=09
https://www.instagram.com/tv/CCsBInCAc-7/?igshid=1wtj5fsy0s6cn
কিন্তু কালীচরণ বলেন তাঁর পা বেঁকে গিয়েছিল। তাঁর বিশ্বাস মা কালীই তাঁকে সুস্থ করে দিয়েছেন। সেই থেকে তিনি কালী ভক্ত। তবে তাঁর উদাত্ত দৃপ্ত কণ্ঠে শিব তাণ্ডব স্তোত্রও অসামান্য শোনায় তা বলা বাহুল্য।