নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি বহুদিন, ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বাড়ছে উদ্বেগ

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সবার নজরে রয়েছে কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের দিকেই। সোমবার আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন কাকু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকালই এসএসকেএম হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে।

ভেন্টিলশনে দেওয়া হল ‘কালীঘাটের কাকু’কে (Kalighater Kaku)

বর্তমানে সেখানেই ভেন্টিলেশনে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। সোমবার সকালেই তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয়েছিল ইডির বিশেষ আদালতে। কিন্তু এই দিনও অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু (Kalighater Kaku)। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

পরবর্তীতে তার আইনজীবী স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিলেন বিচার ভাবনে। অনুমতি মিলতেই কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) সরাসরি স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতালে। সোমবার এই নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের কথা ছিল। সেখানেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু এবং তার জামাইয়ের হাজিরা দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: জরিমানা থেকেই কলকাতার পুরসভার লাভ হল ১৩ লক্ষ টাকা! ভেজালে ভরা হোটেল-রেস্তোরাঁর খাবার

অভিযুক্ত কাকু আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চলে যায় তার জামাইও। ফলে শ্বশুর-জামাই কেউই একদিন আদালতে উপস্থিত ছিলেন না।  এর আগেও অসুস্থতার কারণ দেখিয়ে পাঁচবার আদালতের হাজিরা এড়িয়ে ছিলেন কালীঘাটের কাকু। অবশেষে কিছুদিন আগেই প্রেসিডেন্সি জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়েছিলেন কাকু।

Kalighater Kaku

এরপর প্রেসিডেন্সির সংশোধনাগারে গিয়েই তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বারবার এইভাবে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে পড়ায় তার, কারণ খতিয়ে দেখতে মেডিকেল পরীক্ষা এবং মেডিকেল টিমও গঠন করেছিল সিবিআই। ২১ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতেই ছিলেন সুজয় কৃষ্ণ। তারপরের দিন আরও একবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কাকুকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর