বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতি মামলায় সরগম রাজ্য। এই মামলার জেলবন্দী রয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। নিয়োগ মামলায় সিবিআই-এর দাবি মেনে কদিন আগেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। তারপরেই এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চাইলেন কাকু।
‘কালীঘাটের কাকু’-র (Kalighater Kaku) স্বাস্থ্যের রিপোর্ট চাইল হাই কোর্ট
প্রতিবারের মতো এবারও অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। তাঁর আবেদনের পর এবার সিবিআই-এর কাছে কালীঘাটের কাকুর (Kalighater Kaku) স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চাইলো হাইকোর্ট। জানা যাচ্ছে, আগামী মঙ্গলবারের মধ্যে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিনই রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বিভিন্ন সময়ে। একাধিকবার হাসপাতালে ভর্তিও করতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন জেল হাসপাতালে। মাঝে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে বারবার বাধা পাচ্ছিল সিবিআই।
পরপর চারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে মঙ্গলবার, ১১ই জানুয়ারি ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) কন্ঠস্বরের নমুনা রেকর্ড করা হয়। এবার তা দিল্লিতে পাঠিয়ে নিজেদের কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে কাকুর কন্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। আগামীদিনে এই কন্ঠস্বরের নমুনা নিয়োগ দুর্নীতির তদন্তে অনেকটা সাহায্য করবে বলেই মনে করেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ‘নিয়ম অমান্য করলেই…’, মাধ্যমিকের বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশ পর্ষদের
শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল হাই কোর্টে। সেখানেই সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জামিনের আবেদন জানান তার আইনজীবী। দিনদিন তার অসুস্থতা বেড়েই চলেছে, এই যুক্তিতে জামিনের গুরুত্ব বুঝিয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছিল।
জানা যাচ্ছে, এবার সেই আবেদনের ভিত্তিতেই সিবিআইয়ের কাছে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার রিপোর্ট তলব করলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্ত কারীদের।