বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে এখন তাঁকে হেফাজতে নিতে মরিয়া আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI)। এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন করে রেখেছেন ‘কাকু’। এবার সেই মামলাতেই সামনে আসছে বড় খবর।
সিবিআইকে বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)!
এদিন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhadra) আগাম জামিনের মামলা উঠেছিল। তাতে আদালতের পর্যবেক্ষণ, ‘ইডির মামলায় বিগত ১৮ মাস জেলে থাকাকালীন সুজয়কৃষ্ণকে জেরা নিয়ে সিবিআই কোনও হেলদোল দেখাল না। ইডি মামলায় জামিনের শুনানি শেষ হতেই কী এমন তথ্য প্রমাণ হাতে এসেছে যে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে?’
কালীঘাটের কাকুর (Kalighater Kaku) বিরুদ্ধে সিবিআই যে সকল নতুন তথ্য প্রমাণ পেয়েছে, এবার সেগুলি দেখতে চায় কলকাতা হাইকোর্ট। আগামী সপ্তাহের সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। এদিকে নিম্ন আদালতের তরফ থেকে সুজয়কৃষ্ণকে ভার্চুয়ালি উপস্থিত করানোর যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে উচ্চ আদালতের তরফ থেকে আলাদা করে কোনও নির্দেশ দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ একধাক্কায় ১৫ ডিগ্রির কম! রাজ্যে কনকনে ঠাণ্ডার পূর্বাভাস! বড় আপডেট দিয়ে দিল হাওয়া অফিস
‘কাকু’র আগাম জামিনের মামলার শুনানির মন্তব্য অর্ডারে রেকর্ড করে সেটা নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জাস্টিস বাগচির ডিভিশন বেঞ্চ। এদিন এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, গতকাল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক কালীঘাটের কাকুকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছেন। এর আগে প্রায় একাধিকবার সুজয়কৃষ্ণকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও বারবার জানানো হয়েছে তিনি অসুস্থ। গতকালও কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে চিঠি দিয়ে সেকথা জানানো হয়। এরপরেই ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দেওয়া হয়। এবার সুজয়কৃষ্ণর আগাম জামিনের মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালতের এই পর্যবেক্ষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।