বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যাচ্ছে ওই চার্জশিটের তিন জায়গায় নাম উল্লেখ করা হয়েছে, ‘জনৈক’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তবে তার পরিচয় কি? তিনি কোন পদে আছেন কিম্বা তার ঠিকানা কোথায়? সেইসব কিছু উল্লেখ করা হয়নি।
CBI চার্জশিটে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কে? প্রশ্নের মুখে কালীঘাটের কাকু
সিবিআই-এর ওই চার্জশিট প্রকাশ্যে আসার পর কড়া বিবৃতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। সিবিআই সূত্রে খবর নিয়োগ মামলায় গ্রেপ্তার ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের দেওয়া বয়ানে উঠে এসেছে ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম। শুক্রবার আদালতে তোলার সময় এপ্রসঙ্গে প্রশ্ন করা হয় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে।
প্রসঙ্গত, নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে এখনও জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র। অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার জামিনের আবেদন জানালেও এখনো জেল মুক্তি হয়নি তার। যদিও ইতিমধ্যেই ইডির মামলায় জামিন পেয়ে গিয়েছে কাকু। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তোলা হয় তাকে। গাড়িতে তোলার ওঠার আগে এদিন তার কাছে সাংবাদিকরা বারবার প্রশ্ন করেন, ‘চার্জশিটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম আছে তিনি কে? জবাবে কি বললেন ‘কাকু’? জানা যাচ্ছে কোন উত্তর না দিয়েই গাড়িতে উঠে পড়েন তিনি।
আরও পড়ুন: রাজ্যে CRPF নামানোর হুঁশিয়ারি জাস্টিস ঘোষের, ৭দিনের টাইট ডেডলাইন! কোন মামলায়?
সিবিআই সূত্রের খবর, নিয়োগকাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ ২০১৭ সালে ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) বেহালার বাড়িতে বৈঠকে বসেছিলেন। কুন্তলের নির্দেশে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন তার কর্মী অরবিন্দ রায় বর্মন। তদন্ত চলাকালীন সেই রেকর্ডিং সিবিআই-এর হাতে আসে। সেই অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতেই এই চার্জশিট পেশ করা হয়েছে। সিবিআই-এর দেওয়া চার্জশিটে উল্লেখ রয়েছে, রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে সুজয়কৃষ্ণ নাকি দাবি করেছেন, ‘চাকরি (Recruitment Scam) বিক্রির জন্য জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ কোটি চেয়েছেন।’ কিন্তু সুজয়কৃষ্ণ সেই টাকা তুলতে পারছেন না।
সিবিআই চার্জশিটে উল্লেখ করা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন বঙ্গ রাজনীতি তোলপাড়, গতকাল অৰ্থাৎ বৃহস্পতিবার ঠিক তখনই, তৃণমূলের মহাসমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘সিবিআই একটা ২৮ পাতার চার্জশিট জমা দিয়েছে। তাতে দু’জায়গায় আমার নাম লিখেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? এমএলএ না এমপি? কোথায় থাকে, কার ছেলে, কী করে, কিছুই লেখেনি। বিজেপির মত সিবিআইও ভাববাচ্যে কথা বলেছে। সিবিআইয়ের ভয় দেখে ভালো লাগছে।’