প্রবল হার্টের সমস্যা! ভেন্টিলেশনের বাইরে এখন কেমন আছেন নিয়োগ দুর্নীতির ‘কালীঘাটের কাকু’?

বাংলা হান্ট ডেস্কঃদীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায়  শিরোনামে রয়েছে ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। কদিন ধরেই অসুস্থ হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাকু। ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। বুধবার সেখান থেকেই তাকে স্থানান্তরিত করা হয়েছে অন্য হাসপাতালে।

আবার কেন হাসপাতাল বদল ‘কালীঘাটের কাকু’-র (Kalighater Kaku)?

জানা যাচ্ছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। হাসপাতাল সূত্রে খবর হার্টের সমস্যা রয়েছে কাকুর। গত সোমবার প্রেসিডেন্সি জেলের মধ্যেই অসুস্থ হয়ে আচমকা অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপরেই জেল থেকে দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

তারপর কাকুর (Kalighater Kaku) আইনজীবী আদালতে আবেদন করেছিলেন যাতে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা যায়। ওই হাসপাতালে আগেও কাকুর চিকিৎসা হয়েছে। সেখানে অস্ত্রপচার হয়েছিল তার। আদালতের অনুমতি নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে কাকুকে নিয়ে যাওয়া হয় আলিপুরের বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন: ২ বছর পরেও বিচার অধরা! এই মামলার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে গ্রামবাসীরা

পরে জানা যায় কাকুর শারীরিক অবস্থা অবনতি হয়েছে। তাই তাকে ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হচ্ছে। বুধবার হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায় তার অবস্থা স্মৃতিশীল রয়েছে। তারপরে ভেন্টিলেশনের বাইরে রাখার হয় কাকুকে। পাশাপাশি চিকিৎসকদের দল সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন বাইপাসের ধারে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে তাকে।

Kalighater Kaku

এরপর আবার সন্ধ্যায় তাকে পাঠানো হয় অন্য হাসপাতালে। জানা গিয়েছে আলিপুরের ওই হাসপাতালটিতে হৃদযন্ত্রের সমস্যার জন্য বিখ্যাত হলেও, কালীঘাটের কাকুর বিগত কয়েকদিন ধরে অন্যান্য সমস্যাও দেখা যাচ্ছে। তাই তাকে আবার অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যেখানে তার সব রোগের চিকিৎসা করা সম্ভব।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর