কালীঘাটের মা কালী দয়াময়ী, তাঁর আশির্বাদেই ভক্তের জীবনের দুর্দশা হয় দূর

বাংলাহান্ট ডেস্কঃ জীবনে চলার পথে মানুষকে নানা সময় নানান সমস্যার সম্মুখীন হতে হয়। বিপদের দিনে মা কালীকে (kali) স্মরণ করলে, মা তাঁর কোন সন্তানকেই ফেরান না। কালী মায়ের বিভিন্ন শক্তিপীঠের মধ্যে কালীঘাট (kalighat) খুবই জাগ্রত একটি স্থান।

কালীঘাটে নিষ্ঠা ভরে মাকে স্মরণ করলে মা তাঁর সন্তানের সহায় হন। বিপদ উদ্ধারের পথ বাথলে দেন।

1234645 619495864827397 3454214936035448217 n 24 1477304824

সকল বিপদের হাত থেকে দুহাত দিয়ে সন্তানকে আগলে রাখেন।

বিপদের দিনে মায়ের কাছে আগত কোন ভক্তকেই মা খালি হাতে ফিরিয়ে দেন না।

মনের দিক থেকে দুর্বল হয়ে পড়া সন্তানকে মা শক্তি যোগান, জীবনে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করেন কালীঘাটের মা কালী।

মায়ের আশীর্বাদেই সন্তানের জীবন মঙ্গলময় হয়ে ওঠে।

kalighat 2 14.11

ভক্তদের জীবনকে সুন্দর করে সাজিয়ে, গুছিয়ে তুলতে মা সাহায্য করেন।

মায়ের কৃপাতেই সন্তানের জীবন পূর্ণতা পায়।

দয়াময়ী ও কৃপাময়ী মা বলা হয় এই কালীঘাটের মা কালীকে।

মায়ের আশির্বাদ প্রদত্ত শক্তিতেই সন্তানের জীবনের সকল দুর্দশা একনিমেষে দূর হয়ে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর