বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। এরপরেই রয়েছে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2025)। যেখানে গত মরশুমে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে জয়লাভ করে। এমতাবস্থায়, এই টুর্নামেন্টের নতুন মরশুম কবে শুরু হবে সেই বিষয়েই পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা।
সামনে এল কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2025) পূর্ণাঙ্গ সূচি:
জানা গিয়েছে যে, আগামী ২০ এপ্রিল ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2025) শুরু হতে চলেছে। যেটির চূড়ান্ত ম্যাচ অর্থাৎ ফাইনাল সম্পন্ন হবে আগামী ৩ মে। এমতাবস্থায়, এই টুর্নামেন্টে কবে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডানের ম্যাচ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
The bracket for the #KalingaSuperCup 2025 is set! ⚔️
16 teams, 1 trophy
Bhubaneswar#IndianFootball ⚽️ pic.twitter.com/XQrvtkc92W— Indian Football Team (@IndianFootball) April 7, 2025
প্রথমেই জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্টের (Kalinga Super Cup 2025) প্রথম দিনেই দু’টি পৃথক ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। নির্ধারিত সূচি অনুযায়ী জানা গিয়েছে যে, প্রথম দিনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। অপরদিকে, মোহনবাগান মুখোমুখি হবে আই লিগের টিমের বিরুদ্ধে। এদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় দিনে এফসি গোয়া খেলতে নামবে আই লিগের দ্বিতীয় দলের সাথে। এর পাশাপাশি ওই দিন কলিঙ্গ সুপার কাপের রানার্স ওড়িশা মুখোমুখি হবে পাঞ্জাব এফসির।
আরও পড়ুন: রইস থেকে সমীর, মরিয়ম হলেন সোনি! হিন্দু ধর্মে ধর্মান্তরিত মুসলিম দম্পতি
এদিকে, আগামী ২৩ এপ্রিল আই লিগ চ্যাম্পিয়ন দল খেলতে নামবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। যেখানে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মুম্বই সিটি এবং চেন্নায়িন এফসি। আগামী ২৪ এপ্রিল মহামেডান স্পোর্টিং নিজেদের প্রথম ম্যাচ খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড। পাশাপাশি, ওইদিন হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে জামশেদপুর। তবে, এই টুর্নামেন্টের (Kalinga Super Cup 2025) সবথেকে উত্তেজক ম্যাচটি সম্পন্ন হবে আগামী ২৬ মার্চ। নির্ধারিত সূচি অনুযায়ী, ওইদিন কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওই দিনই ২ টি কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হবে।
আরও পড়ুন: চিন সীমান্তে উপস্থিত হবে সাক্ষাৎ “যম”, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ভারত পাচ্ছে মোক্ষম “মারণাস্ত্র”
আসলে, টুর্নামেন্টের (Kalinga Super Cup 2025) প্রথম কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচের জয়ী দল খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আই লিগের তৃতীয় দলের ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে। এমতাবস্থায়, প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বাই পেতে পারে। এর কারণ হল এই সুপার কাপ খেলার জন্য আই লিগ থেকে মাত্র ২ টি দল (ইন্টার কাশি ও চার্চিল ব্রাদার্স) আগ্রহ প্রকাশ করেছে।