একটা ট্রেন যাবে, আরেকটা আসবে! কালীপুজোয় চলবে একগুচ্ছ স্পেশাল, শিয়ালদা রুটের টাইম দেখুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অলোর উৎসবে যাত্রী পরিষেবা মসৃণ রাখতে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে চালাবে ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন (Special Train)। আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) ও ১ নভেম্বর (শনিবার) এই অতিরিক্ত ট্রেনগুলি চলবে শিয়ালদা ডিভিশনে (Sealdah Division)।

জানানো হয়েছে, যাত্রাপথে এই স্পেশাল ট্রেনগুলি (Special Train) স্টপেজ দেবে প্রত্যেকটি স্টেশনে। কালীপুজো উপলক্ষে প্রচুর মানুষ ঠাকুর দেখতে যান বিভিন্ন মন্ডপে। সেই সময় অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে আগামী শুক্র ও শনিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।

যে যে স্পেশাল ট্রেনগুলি (Special Train) চলবে তার বিবরণ :

শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল : ৩১ অক্টোবর শিয়ালদা থেকে ছাড়বে রাত ১১:৩০ টায়। ট্রেনটি ডানকুনি গিয়ে পৌঁছাবে রাত ১২:১৫ মিনিটে। ডানকুনি থেকে এই স্পেশাল EMU ছাড়বে রাত ১২:২৫ মিনিটে এবং শিয়ালদা এসে পৌঁছাবে রাত ১:০৫ মিনিটে।

Sealdah Division

শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল : ১ নভেম্বর রাত ১২:১০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং বারাসত গিয়ে পৌঁছাবে ১২:৫৫ মিনিটে। রাত ১:১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে রাত ১:৫৫ মিনিটে এই ট্রেনটি এসে পৌঁছাবে শিয়ালদা।

আরোও পড়ুন : ঘুরে গেল মোড়! এবার বিপাকে অনিকেত? যা করতে চলেছেন জুনিয়র ডাক্তাররা…

শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল : ১ নভেম্বর রাত ১২:৪০ মিনিটে এই ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট পৌঁছাবে রাত ২:৩০ টায়। ৩১ অক্টোবর এই স্পেশাল EMU ট্রেন রাত ১১:৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদা এসে পৌঁছাবে রাত ১:৪০ মিনিটে।

Special Train

শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল : ১ নভেম্বর রাত ১২:৩০ টায় শিয়ালদা থেকে ছেড়ে ট্রেনটি বারুইপুর এসে পৌঁছাবে রাত ১:১৫ মিনিটে। ১ নভেম্বর রাত ১:২৫ মিনিটে ট্রেনটি বারুইপুর থেকে ছেড়ে শিয়ালদা এসে পৌঁছাবে রাত ২:১০ মিনিটে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X