কালিয়াগঞ্জ বিধানসভার ইতিহাস বর্তমান ভবিষ্যৎ একনজরে, কল্পনায় বিজেপি,জল্পনায় তৃণমূল, পরিবারতন্ত্রে আটকে কংগ্রেস!

 

বাংলা হান্ট ডেস্কঃ  ভারতের পূর্ব দিকে একটি বাংলা ভাষা অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গ। তবে এখানে শুধু বাংলা ভাষা নয় অন্যান্য ভাষাভাষীর মানুষের প্রাচুর্য প্রচুর। আর সেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা যা অনেকটা বাংলাদেশ বর্ডারের সীমান্ত। সেখানকার একটা ছোট অঞ্চল কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। যাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু বর্তমানে কারণ এর প্রথম নাথ রায় মৃত্যুর পরেই এখানে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে।

আগামী ২৫ নভেম্বর এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে আগামী ২৮ নভেম্বর। তিন কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ নভেম্বর। ‌‌

নির্দেশিকা অনুসারে, ৩৪ নং কালিয়াগঞ্জ (এসসি) বিধানসভা কেন্দ্রটি কালিয়াগঞ্জপৌরসভা, কালিয়াগঞ্জ সিডি ব্লকএবং বারুয়া এবং বিরঘাই গ্রাম পঞ্চায়েত গুলি রায়গঞ্জ সিডি ব্লক এর অন্তর্গত।কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পূর্বে এটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।

bjp final

কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল ১৯৬২ কালিয়াগঞ্জ শ্যামাপ্রসাদ বর্মণভারতীয় জাতীয় কংগ্রেস(২)১৯৬৭শ্যামাপ্রসাদ বর্মণভারতীয় জাতীয় কংগ্রেস (৩)১৯৬৯শ্যামাপ্রসাদ বর্মণভারতীয় জাতীয় কংগ্রেস (৪)১৯৭১দেবেন্দ্রনাথ রায়ভারতীয় জাতীয় কংগ্রেস (৫)১৯৭২দেবেন্দ্রনাথ রায়ভারতীয় জাতীয় কংগ্রেস(৬)১৯৭৭নবকুমার রায়ভারতীয় জাতীয় কংগ্রেস(৭)১৯৮২নবকুমার রায়ভারতীয় জাতীয় কংগ্রেস(৮)১৯৮৭রমণীকান্ত দেবশর্মাভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)(৯)১৯৯১রমণীকান্ত দেবশর্মাভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)(১০)১৯৯৬প্রমথনাথ রায়ভারতীয় জাতীয় কংগ্রেস (১১)২০০১প্রমথনাথ রায়ভারতীয় জাতীয় কংগ্রেস (১২)২০০৬ননীগোপাল রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)(১৩)২০১১প্রমথনাথ রায়ভারতীয় জাতীয় কংগ্রেস।

প্রমথনাথ রায় একজন ভারতীয় রাজনীতিবিদ
ছিলেন। যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা দফতরের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় চারবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩১ মে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মেয়ে কংগ্রেস- সিপিএম জোট থেকে ভোটে দাঁড়িয়েছেন। তিনিও ভোটে জেতার পক্ষে যথেষ্ট আশাবাদী।

IMG 20191104 151341

দেবশ্রী রায় চৌধুরী এর ভালো ফলাফলের পর আশাবাদী গেরুয়া শিবির।ঝড় তুলতে মরিয়া কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। প্রার্থী হিসেবে বিশেষ জলঘোলা না করে দলীয় কোন্দল কে এড়িয়ে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কমল চন্দ্র সরকার কে। জেলা পরিষদ সদস্যকেই বিধায়ক করতে উদ্যোগী পদ্ম শিবির। এবং তিনি শেষ পর্যন্ত দাঁড়িয়েছেন।

তপন দেব সিংহ তৃণমূলের প্রার্থী। তাকে নিয়েও তৃণমূলের অন্দরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। তৃণমূলের হেভিওয়েট নেতাদের বক্তব্যে তার জেতার আশা ও প্রবল। বলেছেন যে তিনি দিদির আদর্শ এ অনুপ্রাণিত। তিনি বহুদিন হলো দল করছেন। কালিয়াগঞ্জ এর মানুষ তার সাথে থাকবে। তিনি আশাবাদী ভোটে জেতার পক্ষে।


সম্পর্কিত খবর