‘কি জাদু বাংলা গানে’, মেয়েকে বাংলা ‘ঘুম পাড়ানি’ গান গেয়ে শোনালেন কালকি, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ অতুলপ্রসাদ সেনের এই গান বাঙালির ছেলেবেলার সঙ্গে জড়িয়ে আছে। বাংলা (bengali) ভাষার মাধুর্য স্বীকৃতি পেয়েছে গোটা বিশ্বে। এবার বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিনের (kalki koechlin) গলায় শোনা গেল বাংলার এক বহু প্রাচীন গান, ‘ঘুম পাড়ানি মাসি পিসি’। ছোটবেলায় মা দিদিমাদের মুখে এই গান বহুবার শুনেছি আমরা। সেই চিরপরিচিত গানই শোনা গেল কালকির গলায়।

PicsArt 05 11 03.41.12
মাতৃদিবসে মেয়ে স‍্যাফোর জন‍্য এটাই উপহার ছিল কালকির। নিজের ইনস্টাগ্রামে এদিন একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে দেখা যায়, ছোট্ট স‍্যাফো শুয়ে শুয়ে হাত পা নাড়ছে। আর কালকি উকেলেলে বাজিয়ে গাইছেন গ্রাম বাংলার চিরপরিচিত ঘুম পাড়ানি গান।

https://www.instagram.com/p/CAAJdY7Bgwo/?igshid=1rnfyl2wo0uoe

https://www.instagram.com/p/B__eduSBVEh/?igshid=whv9mu0nt2yh

https://www.instagram.com/p/B-rAG85BbGn/?igshid=1815vn9fyifsj

জন্মসূত্রে ফ্রেঞ্চ, তার ওপর বলিউড অভিনেত্রী, অথচ তিনিই পরিষ্কার কণ্ঠে গাইলেন বাংলা গান। সঙ্গে মেয়ের কখনও খিলখিলানি হাসি, কখনও আবার মায়ের সঙ্গে গলা মেলানোর চেষ্টা। ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল। মাতৃদিবসে হাজার হাজার শুভেচ্ছা, ছবি, ভিডিওর মধ‍্যে মা মেয়ের এই একান্ত মুহূর্তটা কোথাও গিয়ে যেন সকলেরই মন ছুঁয়ে গিয়েছে। অনেকেরই মন পাড়ি দিয়েছে নিজের ছোটবেলায়।

https://www.instagram.com/tv/B_g1mVhBJyP/?igshid=2kjems3hjbif

https://www.instagram.com/tv/B_HfPYrBhgm/?igshid=8jmcv5lxrx60

ক‍্যাপশনে কালকি জানিয়েছেন অবন্তিকা গাঙ্গুলী তাঁকে শিখিয়েছেন এই বাংলা গান। মেয়ে স‍্যাফোকে প্রায়ই নানা ভাষায় ঘুম পাড়ানি গান গেয়ে শোনান কালকি। সেসব ভিডিও নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেন তিনি।

https://www.instagram.com/p/B9q_C0DhN7p/?igshid=1cwz37dersfyo

https://www.instagram.com/p/B8_epvQBYcI/?igshid=175fhd15dawwh

https://www.instagram.com/p/B8ihly7hhdm/?igshid=z3jecwbd699h

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে মা হন কালকি।বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় নেটিজেনদের নানা প্রশ্ন, সমালোচনার মুখে পড়তে হয়েছে কালকিকে। কিন্তু সবসময়েই নিজের পরিবারকে পাশে পেয়েছেন তিনি। সঙ্গী গাই হারসবার্গও পাশে থেকেছেন অভিনেত্রীর। এর আগে পরিচালক অনুরাগ কাশ‍্যপের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কালকি। কিন্তু কয়েক বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর