বাংলা হান্ট ডেস্কঃ পুর্ব বর্ধমানে নাদনঘাটে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন যে, রাতে বাড়ি থেকে বের হওয়ায় চারজন তাঁর মুখে কাপড় বেঁধে ধান ক্ষেতে নিয়ে যায়। ওই চারজনের মধ্যে একজন মহিলাও ছিল বলে জানান তিনি। ধান ক্ষেতে নিয়ে গিয়ে তাকে দুজন মিলে গণধর্ষণ করে। এরপর তিনি কোনওমতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে জঙ্গলে আশ্রয় নেন। রাতেই ওই মহিলাকে উদ্ধার করে কালনা মহাকুমা থানায় নিয়ে যায় প্রতিবেশী এবং পরিজনেরা।
নির্যাতিতার অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানা। দায়ের করা হয়েছে FIR ও। পুলিশ জানায় যে, এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সুপার জানান, আমরা ঘটনার তদন্ত করছি, খুব শীঘ্রই বাকিদের গ্রেফতার করা হবে এবং তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।