ফের কল্যাণের নিশানায় রাজ্যপাল, এবার একটি ছবি পোস্ট করে করলেন কটাক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের ঠিক প্রাককালে একদিকে যেমন বাংলা সরগরম হয়ে উঠেছিল কয়লা কাণ্ড নিয়ে তেমনি অন্যদিকে সামনে এসেছিল মাদকপাচার কান্ড। যার সঙ্গে নাম জড়িয়েছিল বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীর। কোকেন কান্ডে তার নাম জড়িয়ে পড়ার পর থেকেই বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে। কারণ পামেলার গ্রেফতারির পরেই সংবাদমাধ্যমের সামনে তিনি এনেছিলেন বিজেপি নেতা রাকেশ সিংয়ের নাম। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতারও করে লালবাজার। এসব যখন চলে গিয়েছে বেশ কিছুটা অতীতের পাতায় তখনই ফের আরেকবার শিরোনামে উঠে এলেন রাকেশ সিং।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাকেশ সিংয়ের একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাননীয় রাজ্যপালকে ত্যাগ করে তিনি লেখেন “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি?” এ সম্পর্কে অবশ্য এখনও কোনো উত্তর পাওয়া যায়নি রাজ্যপাল জগদীপ ধনকরের তরফে। তবে রাজ্যপালের সঙ্গে কল্যাণের এই বাকবিতন্ডা এই প্রথমবার নয়। এর আগেও রাজ্যপাল জগদীপ ধনকরকে একাধিকবার আক্রমণ করেছেন কল্যাণ।

কিছুদিন আগেই নারদ কান্ডে চারজনের গ্রেপ্তারি প্রসঙ্গেও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। সংবাদমাধ্যমকে সেবার তিনি জানিয়েছিলেন, “আমি জানি সংবিধান অনুযায়ী এখন ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে না। তবে আমি সবাইকে বলছি সব থানায় ধনকড়ের বিরুদ্ধে মামলা করুন। উনি যেভাবে রাজ্যজুড়ে আতঙ্ককে প্রশ্রয় দিয়েছেন, যেভাবে ধর্মীয় বিভাজন করেছেন, যখন উনি রাজ্যপাল থাকবেন না, তখন কেস শুরু করা যাবে। বলা যায় না, হয়তো প্রেসিডেন্সি জেলেই ওনার ঠাঁই হবে।” কিছুদিন রাজ্যপালকে ‘রক্তচোষা’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।

এবার মুখ না খুললেও সেবার অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এ ধরনের মন্তব্যের জবাব দিতে ভোলেননি রাজ্যপাল জগদীপ ধনকরও। পাল্টা টুইটে তিনি লেখেন, “উনি তৃণমূলের একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। একজন বর্ষীয়ান সংসদ এবং আইনজীবীও। ওনার এ ধরনের বক্তব্য দেখে আমি হতবাক। আমি বিষয়টি পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এবং এখানকার শিক্ষিত রুচিবান ও সংস্কৃতি সম্পন্ন মানুষের উপরেই ছেড়ে দিচ্ছি।”

আজ নিজের টুইট থেকে রাজ্যপালের এই মন্তব্য কেউ আক্রমণ করেছেন কল্যাণ। কোকেন কান্ড ধৃত বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের যে ছবিটি তিনি টুইট করেন তাতে লেখা ছিল, “কি রাজ্যপাল বাবু আপনার শুধু শিক্ষিত মানুষের সামনে আসতে ভয় পান।” এখন আগামী দিনে এই সংঘর্ষ কোন দিকে গড়ায় সে দিকেই নজর থাকবে সকলের।


Abhirup Das

সম্পর্কিত খবর