‘ভোট গণনার পর ২ বছর ঘুমাতে পারবে না ওঁ’, রাজীবকে আক্রমণ কল্যাণের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেই একের পর এক তোগ দাগছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তৃণমূলকে কটাক্ষ করায় প্রাক্তন বনমন্ত্রীকে একহাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

বাংলায় নির্বাচনের দামাম বেজে উঠেছে। দিকে দিকে সভা সমাবেশে চলছে বিরোধীদের নিচু দেখানোর লড়াই। পাশাপাশি দল ভাঙ্গন তো লেগেই রয়েছে। এরই মধ্যে আবার সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতৃত্বরা বিভিন্ন সভায় দাঁড়িয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না ঘাসফুল শিবিরকে।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার আবারও আক্রমণ করলেন তৃণমূলকে। তাঁর দাবি, ‘নির্বাচনে দাঁড় করানোর জন্য যোগ প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল, এমনটা মনে হচ্ছে আমার। খেলোয়াড়দের প্রস্তাব দিচ্ছে। দেখবেন আবার কখনও হয় সাংবাদিকদেরও ডাকতে পারে’।

তিনি আরও বলেন, ‘তৃণমূলের পার্থী হওয়ার জন্য এক পুলিশ সুপার তো পদত্যাগই করে ফেলেছেন। ঠিকঠাক প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল’।

প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পাল্টা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ দেগে তিনি বলেন, ‘চিন্তার কোন কারণ নেই রাজীবের। গণনার পর দেখবেন আগামী ২ বছর ও ঠিক করে ঘুমাতেও পারবে না’।

তিনি আরও বলেন, ‘অমিত শাহের কাছে মাথানত করে এখন তৃণমূলে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। তৃণমূলকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। শুভেন্দু-রাজীবের প্রাইভেট কোম্পানি হয়ে গেছে তো বঙ্গ বিজেপি। আমদের একটা নির্দিষ্ট নিয়ম আছে, আর আমরা তা মেনেই কাজ করব। পদ্মফুলে যেমন আছেন, তেমনি থাকুন’।

সম্পর্কিত খবর

X