বাংলাহান্ট ডেস্কঃ আগরতলার মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে গিয়ে পরাজিত হওয়ার পর দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে, জল্পনা বাড়িয়ে অবশেষে ঘর ওয়াপসি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়টা নিয়েই তেলে বেগুনে জ্বলে উঠলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan banerjee)।
রবিবার আগরতলায় রাজীব বন্দ্যোপাধ্যায় ফের তৃণমূলে যোগ দেওয়ায় দলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচনের সময় ডোমজুড়ের এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দুবাইয়ে টাকার লেনদেন চলছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এমনকি গড়িয়াহাটে তাঁর নাকি ৩-৪ টি বাড়িও রয়েছে। এসবের পরও তাঁকে কেন দলে ফেরত নেওয়া হল, সেবিষয়ে অবশ্য শীর্ষ নেতৃত্বই সঠিক ভাবে বলতে পারবেন’।
তিনি আরও বলেন, ‘এমনকি অভিষেক বলেছিলেন, দলের কারো মনে আঘাত করে দলে কোন কোনও বিশ্বাসঘাতককে আশ্রয় দেওয়া যাবে না। দেখুন আমিও তো দলেরই একজন সাংসদ। আমাকে এই দলেই থাকতে হবে আর শীর্ষ নেতৃত্বকে মেনেই চলতে হবে। তবে বুঝতে পারছি না এরকম একটা টপ টু বটম কোরাপটেড লোককে কেন দলে ফিরিয়ে নেওয়া হল?’
এখানেই শেষ নয়, গত ১২ ই জুন কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের যে সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাতকার বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ, সেবিষয়ে কটাক্ষ করতেও ছাড়েনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তখন বলেছিলেন, ‘যদি সৌজন্য সাক্ষাৎকারই হবে, তাহলে সেখানে সংবাদমাধ্যম গেল কি করে? আমারা কি গরু-ছাগল? আর কুণাল ও রাজীবই কি শুধু বুদ্ধিমান? রাজীব আবারও দলে ফিরলে, দলীয় কর্মীরা কিভাবে সেটাকে মেনে নেবেন?’