হাতে গোলাপ, এক গাল হাসি! হঠাৎ বৈঠকে কল্যাণ-যোগী, ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব 

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) মানেই বিজেপি বিরোধী মন্তব্য। তৃণমূলের অন্যতম শীর্ষ নেতৃত্ব তিনি। তাঁর গলায় বরাবরই বিজেপি বিরোধী মন্তব্যের ঝাঁজ থাকে বেশি। আর এবার এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই দেখা গেল বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর মুখোমুখি হয়ে হাসিমুখে ছবি তুলতে।

কেন্দ্র বিরোধী তরজার মধ্যেই মুখোমুখি কল্যাণ (Kalyan Banerjee)-যোগী

যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানিয়েছেন তাঁদের ওই বৈঠক কোন ব্যক্তিগত বৈঠক নয়, তিনি গিয়েছিলেন সংসদীয় রাজভাষা কমিটির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে। গত মঙ্গলবার যোগীর সঙ্গে বৈঠক করেছিল এই রাজভাষা কমিটির। তবে এইভাবে যোগী আদিত্যনাথ এর সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেখা করার বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তাদের বক্তব্য এটা নিছক রাজভাষার বৈঠক নয়। এমনিতেই এই মুহূর্তে রাজ্যের টালমাটাল পরিস্থিতি, তাই এই পরিস্থিতিতে কল্যাণ বন্দোপাধ্যায়ের যোগী  সাক্ষাৎকারের বিষয়টি ঘোরোতার রাজনৈতিক হয়ে দাঁড়িয়েছে। সরকারি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থেকে শুরু করে বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য এমনই একাধিক বিষয় নিয়ে লাগাতার রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন: দুই বাসের মধ্যে তুমুল ঝগড়া! ইসলামপুরে মৃত্যু হল ২ যাত্রীর, গুরুতর আহত আরও ৮

ঠিক তখনই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যোগী আদিত্যনাথের সাথে দেখা করায়, এই ব্যাপারটা নিয়ে মোটেই খুশি নয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব।তাদের দাবি এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আদিত্যনাথের দেখা করাটাই এড়িয়ে যাওয়া।

Kalyan Banerjee

এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সরকারি ভাষাকে আরও বেশি করে প্রশাসনের বিভিন্ন কাজে লাগাতে সাহায্য করাই আমাদের কমিটির দায়িত্ব। এই কারণে বিভিন্ন রাজ্যে যেতে হয়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।’ অন্যদিকে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়  বলেছেন, ‘কোনও সাংসদ, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গেলে তা দলনেতাকে জানানোর দরকার হয় না। এই কারণে আমরা প্রায়ই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর