বাংলাহান্ট ডেস্ক : কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নামটা শুনলে আপনাদের চোখের সামনে প্রথমে কি ভেসে ওঠে? কেউ বলবেন একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, আবার কেউ বলবেন লোকসভার সাংসদ। যারা তাকে কাছ থেকে চেনেন তারা হয়তো বলতে পারেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবীও বটে। এই তিনটি উপমার কোনটি ভুল নয়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা। তারই সাথে লোকসভার সাংসদও বটে। আবার কখনো কখনো প্রয়োজনে গায়ে কালো কোট চাপিয়ে কলকাতা হাইকোর্টে চলে যান মামলা লড়তে। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি দিক আছে। তিনি “গায়ক!” যারা একটু আধটু সোশ্যাল মিডিয়ায় বিচরণ করেন তাদের মধ্যে অনেকেই “গায়ক” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অবগত।
সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার ধরা দিলেন একজন গায়ক হিসেবে। তৃণমূল কংগ্রেসের একটি সভা মঞ্চ থেকে তাকে গান গাইতে দেখা গেল। পাশে একজন তরুণী গায়িকা। তার সাথে তাল মিলিয়ে কল্যাণবাবু গাইছেন শচীন দেব বর্মনের বিখ্যাত গান “বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছো দোলা..।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর এই গান গাওয়ার ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগুনের মতো এই গানের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার জোগাড় করে নিচ্ছে। তবে “গায়ক” কল্যাণবাবু কতটা সুরে গাইছেন সেই নিয়েই প্রশ্ন তুলছেন অধিকাংশ মানুষ।
এক ব্যবহারকারী কল্যাণবাবুর গান গাওয়ার ভিডিও শেয়ার করে লিখেছেন, “এই গান না শুনলে জীবন অপূর্ণ থেকে যেত।” আবার কেউ মজা করে লিখেছেন, “এই গান শুনে মৃত শচীন দেব বর্মন হয়তো আবার মারা যেতে পারেন।” আপনাদের জন্যও রইল কল্যাণবাবুর এই গানের অংশ। শুনে আপনারাই বিচার করুন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতটা “গায়ক” কল্যাণে পরিণত হলেন।