‘বলার সুযোগ দিন’, আদালতে ‘ঝড়’ তুললেন কল্যাণ, কোন মামলায়?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রাথমিকে প্রায় ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিন ছিল কলকাতা হাইকোর্টে। এদিনই তীব্র সওয়াল জবাবে মুখরিত হয় আদালত কক্ষ। সওয়াল জবাবে মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, তাঁদের বলার জন্য সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরদের বক্তব্য শোনার নির্দেশ দিয়েছে। বিচারপতি ততপোব্রত চক্রবর্তীর বেঞ্চে ওঠে এদিন মামলাটি।

প্রাথমিকে চাকরি বাতিল মামলায় কড়া সওয়াল জবাব কল্যাণের (Kalyan Banerjee)

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানান, আগামী শুনানি হবে আগামী ৭ ই মে। ওইদিনই মামলার সমস্ত পক্ষকে কাগজপত্র জমা দিতে হবে হাইকোর্টে। বিচারপতি জানিয়েছেন, ওইদিন প্রথমেই সওয়াল (Kalyan Banerjee) করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একই ভাবে বিচারপতি আরো বলেন, একসঙ্গে একাধিক আইনজীবীর বক্তব্য শোনার সময় নেই আদালতের। তাই যেসমস্ত আইনজীবীর বিষয় এবং বক্তব্য এক রকম তাদের কারোর নেতৃত্বে আদালতে নিজেদের বক্তব্য রাখতে পারেন।

Kalyan Banerjee raised question ib Calcutta high court in this case

চাকরি বাতিল হয় ৪২ হাজার জনের: উল্লেখ্য ২০১৪ তে টেট উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। ২০১৬ তে শুরু হয় নিয়োগ। চাকরি হয় ৪২ হাজার ৯৪৯ জনের। কিন্তু ওই নিয়োগে বেশ কিছু ত্রুটি রয়েছে বলে কলকাতা হাইকোর্টের মামলা (Kalyan Banerjee) হয়। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে ৩২ হাজার জনের চাকরি গিয়েছিল। সঙ্গে তিনি রায় দিয়েছিলেন, চাকরি গেলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন এবং তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে হবে রাজ্যকে।

আরো পড়ুন : ভারত ‘ফোঁস’ করতেই কাঁপুনি পাকিস্তানের, যুদ্ধের আগেই ময়দান ছেড়ে পালাল ১২০০ সেনা!

প্রাথমিকেও বাতিল হয় চাকরি: এসএসসির মতো প্রাথমিকের মামলাতেও ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় উচ্চ আদালত। এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার।

আরো পড়ুন : ‘আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হবে দিঘা’, জগন্নাথের মন্দির ঘিরে হাজারো স্বপ্ন! উদ্বোধনের আগেই বড় কথা মমতার

এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। গত ৭ ই এপ্রিল ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণে মামলা থেকে অব্যাহতি নেওয়ায় হয়নি শুনানি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X