বাংলাহান্ট ডেস্কঃ ‘পিকে’কে নিয়ে ফের দ্বন্ধ শুরু হয়েহে তৃণমূলের (tmc) অন্দরে। মমতার ভোটকুশলীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ধনেখালিতে এক দলীয় সভায় নাম না করেই ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।
তিনি বলেন, ‘বিহার থেকে এসে দিল্লী রোডের ধারে হোটেলে থাকছেন, আর শ্রীরামপুর লোকসভা নিয়ে দলের রিপোর্ট কার্ড বানাচ্ছেন। আর তাঁর রিপোর্ট দেখেই সব ঠিক করা হচ্ছে। কিন্তু গত ৩০-৩৫ বছর ধরে যারা রাজনীতির ময়দানে লড়াই করে চলেছেন, তাঁদের রাজনীতির জীবন শেষ হয়ে যাচ্ছে ওই ব্যক্তির এক কলমের খোঁচায়। দলে যোগ্য কর্মীদের মর্যাদা দিতে শিখুন, আঘাত দেবেন না’।
তিনি আরও বলেন, ‘২০১৮-এ বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী না দেওয়ার কারণেই, তার ফল ভুগতে হয়েছে তাঁদের। আর দেখুন যে মানুষগুলো ভোট দিয়েছিলেন, আজ তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করেছেন’।
বর্তমান সময়ে দলবদলের যে হাওয়া উঠেছে, সেই জোয়ারে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গা ভাসাবেন বলেও কানাঘুষো শোনা গেলেও, স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ‘রাজনীতিতে আসা দিদির জন্যই। লড়াই করেছি ময়দানে। তাই যতদিন দিদি আছেন, ততদিন রাজনীতি করে যাব, তারপর আর থাকব না’।