টানা বৃষ্টির জেরে বড় ক্ষতির মুখে তৃণমূল সাংসদ, হুড়মুড়িয়ে ভেঙে গেল আবাসনের একাংশ

বাংলাহান্ট ডেস্কঃ টানা বৃষ্টিতে এখন জলমগ্ন বহু এলাকা। শহরতলির একাধিক এলাকা যেমন জলের তলায় রয়েছে, তেমনই অন্যদিকে বড় ক্ষতির সম্মুখীন হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan banerjee)। শ্রীরামপুরে ধোবি ঘাটের পাশে গঙ্গা দর্শন নামে একটি আবাসনের পাঁচিল ধসে যাওয়ায়, বিপত্তির মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ।

কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা দক্ষিণবঙ্গ। একাধিক জায়গা যেমন এখনও জলমগ্ন রয়েছে, তেমনই গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে বহু নদীর পাড়। সেই সঙ্গে নদীর পাড়ের বেশকিছু এলাকায় ক্ষতি হতেও দেখা গিয়েছে। এরই মধ্যে ক্ষতির সম্মুখীন হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

kbbbbvb

শ্রীরামপুরে ধোবি ঘাটের পাশে গঙ্গার ধারে গঙ্গা দর্শন নামে একটি আবাসন রয়েছে। সেই আবাসনেই রয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অফিস। টানা বৃষ্টিতে, নীচের মাটি আলগা হয়ে ওই আবাসনের পাঁচিলের একাংশ ধসে পড়ে। ভেঙে পড়ে সাংসদের অফিসের পিছনের দিকের পাঁচিলটি।

বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে গঙ্গার পাড়ে ভাঙ্গন ধরে। যার কারণেই, মাটি আলগা হয়ে এই বিপর্যয় ঘটে। ওই ভাঙ্গা অংশের দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন ওই আবসনের বাসিন্দারা। নাহলে পরবর্তীতে আরও বড় কোন বিপদ হবে বলে তাঁরা আশঙ্কা করছেন।

শুধুমাত্র শ্রীরামপুরই নয়, দফায় দফায় বৃষ্টির জেরে শনিবার সকালে সালকিয়ার হরদয়াল সুরেখা লেনে পাঁচিল ভেঙে জখম হন বছর ৪৫-র অমরনাথ দত্ত। তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এটাই প্রথমবার নয়, পূর্বেও সালকিয়ার বাধাঘাট মোড়ের কাছে একটি দোতলা জরাজীর্ণ বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় আতঙ্কিত রয়েছেন এলাকাবাসী।

Smita Hari

সম্পর্কিত খবর