তৃণমূলের চার নতুন মহিলা সাংসদকে নিয়ে হঠাৎ হাওয়া! কোথায় গেলেন কল্যাণ?

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) হয়ে এবার একঝাঁক নতুন মুখ প্রবেশ করল সংসদে। যার মধ্যে মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো। ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা সামনে আসতে দেখা গিয়েছিল সেখানে প্রচুর মহিলা প্রার্থী রেখেছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে থেকে দিদিকে নিরাশ না করে জয়লাভ করেছে একাধিক নতুন মুখ। তালিকায় —জুন মালিয়া, মিতালি বাগ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ।

সোমবার, ভোটের পর লোকসভার প্রথম অধিবেশনের দিন ক্যামেরার মুখোমুখি হয়ে নিজেদের নতুন অভিজ্ঞতা ভাগ করে নেন নবনির্বাচিত মহিলা সাংসদরা। আর নবীনদের সংসদ চত্বরে গাইড করে দেন কল্যাণ (Kalyan Banerjee)। সংসদ চত্বরে দাঁড়িয়ে নতুন সাংসদদের সংসদীয় ব্যবস্থার পাঠ বোঝান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গ, গত মেয়াদের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও মাননীয়া ভরসা রেখেছেন কল্যাণের ওপরই। সংসদীয় ব্যবস্থায় চিফ হুইপ তথা মুখ্য সচেতকের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

সোমবার সকালে লোকসভার প্রথম অধিবেশনের দিনই ধুন্ধুমার বাঁধে সংসদ চত্বরে। লোকসভায় প্রোটেম স্পিকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানাতে হাতে সংবিধান বিরোধী বিক্ষোভ কর্মসূচী চলে। তৃণমূলেরপ সব সাংসদ উপস্থিত ছিলেন। ছিলেন কল্যাও। পরে সেসব বিক্ষোভের গরম মহল ঠান্ডা হলে নতুন চার মহিলা সাংসদকে নিয়ে মধ্যাহ্নভোজ করাতে যান প্রবীণ কল্যাণ।

Kalyan Banerjee TMC candidate Serampore

আরও পড়ুন: আজই মিলবে স্বস্তি! বিকেল থেকেই ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়: আবহাওয়ার খবর

তৃণমূল সাংসদ জুন মালিয়া, শর্মিলা সরকার, মিতালি বাগ ও রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মধ্যাহ্নভোজ করানোর উদ্দেশে রওনা দেন কল্যাণ। তাদের মধ্যেই এক সাংসদ আবার কল্যাণকে বলেন, একবারে ডিনার করলে ভাল হয়। উত্তরে কল্যাণ বলেন, আগে লাঞ্চ করো, তার পর না হয় একদিন ডিনার হবে।

তবে কল্যাণের লাঞ্চ ট্রিটের তালিকা থেকে বাদ পড়েন সাংসদ সায়নী ঘোষ। দুপুরেই কথা বলতে বলতে চার মহিলা সাংসদ সহ সংসদ ভবন থেকে বেরিয়ে যান কল্যাণ। তবে কোথায় মধ্যাহ্নভোজে গিয়েছিলেন সেকথা জানা যায়নি। এই নিয়ে কল্যাণবাবুকে প্রশ্ন করলে তিনি বলেন, লাঞ্চ কোথায় কফি খেতে গিয়েছিলাম তো!


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর