আদালতের পার্থকে জেলে ঢোকানর মাইন্ডসেট থাকলে আপত্তি নেই! বললেন কল্যাণ ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্ক:  আবারও সিবিআই তলব পার্থকে। এসএসসি মামলাকে কেন্দ্র করে আরেকবার সিবিআই তলব করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। বুধবার শুনানি হয় এসএসসি মামলার, আর সেখানে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার পর পরই পার্থ চট্টোপাধ্যায়কে হতে হয় সিবিআই এর মুখোমুখি। এদিন হাইকোর্টে ১৭ নম্বর বিচারকক্ষে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সামনে এসএসসি মামলাকে কেন্দ্র করে পার্থ চট্টোপাধ্যায়ের স্বপক্ষে কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি কল্যাণ চট্টোপাধ্যায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকাব সেটা যদি আদালতের মাইন্ডসেট হয়ে থাকে, তবে আপত্তি নেই।”

কথাটি আদালতে দাঁড়িয়ে আদালতকে চ্যালেঞ্জ ছোঁড়ার ভঙ্গিতে হয়ে থাকলেও, সঠিকভাবে নিরীক্ষণ করলে বোঝা যায়, কথাটি সোজাসুজি নিশানা করছে, তথা প্রশ্ন করছে যে কিসের ভিত্তিতে বারবার এমন তলব সহ্য করতে হবে খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টিতে নারাজ না হয়ে, আইনজীবী করলেন গঙ্গোপাধ্যায় কে প্রশংসার ছলে বলেন, “এটা দেখে ভাল লাগছে একজন রাজনীতিবিদ যে কোনও সময়ে ভাল আইনজীবী হতে পারে।”

যুক্তির কোন ত্রুটি রাখেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে একাধিক সকাল জুড়ে দেন মাননীয় আদালতকে। কল্যান বন্দোপাধ্যায় স্পষ্ট করে বলেন বাগ কমিটির কাছে কাউকে বলতে দেখা যায়নি যে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছেন, উক্ত লেনদেনের বিষয়টি সম্পূর্ণ অনুমান সাপেক্ষ। হাইকোর্ট যদি মনে করে থাকেন তবে সিবিআই তদন্তের নির্দেশ জারি হতে পারে। কিন্তু কাকে ডাকা হবে সেই ক্রম নির্ধারণ করার সিদ্ধান্ত থাকে কোর্টের কাছে, তদন্তকারী সংস্থার কাছে নয়।

শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার আবেদন জানান তিনি এবং বিচারাধীন থাকাকালীন যাতে কোন কড়া পদক্ষেপ না নেয়া হয় সেই ব্যাপারেও আর্জি পেশ করেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর