কল্যাণী এইমসে দুর্নীতির অভিযোগে তৎপর CID, বিজেপি বিধায়কের বাড়িতে হানা! বিতর্ক তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে বাংলায় স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) থেকে শুরু করে অন্যান্য একাধিক চাকরি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসক দলের। এসএসসি হোক কিংবা প্রাথমিক টেট, চাকরি দুর্নীতি মামলায় যুক্ত হয়েছে শাসক দলের বহু নেতার নাম। এর মাঝে কয়েকদিন পূর্বেই কল্যাণী এইমসে (Kalyani AIMS) চাকরি দুর্নীতিতে নাম জড়ায় বিজেপির (BJP)। এক্ষেত্রে রাজ্যের বিরোধী দলের বেশ কয়েকজন বিধায়ক থেকে শুরু করে সাংসদদের নাম পর্যন্ত যুক্ত হয়।

উল্লেখ্য, এই দুর্নীতি মামলায় তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। এক্ষেত্রে, তদন্তভার হাতে পেতেই তৎপর হয়ে ওঠে তদন্তকারী সংস্থা এবং এদিন হরিণঘাটার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে পৌঁছেও যায় তারা। প্রসঙ্গত, বিজেপি নেতার পুত্রবধূ অনসূয়া ঘোষের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাঁর বাড়িতে সিআইডি পৌঁছে যায় বলে খবর।

এদিন দুপুর ১২ টার সময় বঙ্কিম ঘোষের বাড়িতে হাজির হয় সিআইডির চার অফিসার। তাদের সঙ্গে ছিল অসংখ্য পুলিশ কর্মীও। সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না বঙ্কিমবাবু। তবে পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়, নাকি পুনরায় একবার হানা দেওয়া হয় তাঁর বাড়িতে, সেই বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি।

সম্প্রতি এইমসে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ পাওয়ায় বিজেপির বেশ কয়েকজন নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই মামলাতেই হরিণঘাটার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং তার পুত্রবধূ অনসূয়া ঘোষের নাম সামনে উঠে আসে। সেই কারণে এদিন সিআইডি অফিসাররা বঙ্কিমের বাড়িতে পৌঁছে যায় বলে জানা গিয়েছে।

পরবর্তীতে বঙ্কিমবাবুর সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। এক্ষেত্রে অতীতে এই ঘটনার পেছনে শাসকদলের প্রতিহিংসাপরায়ণ মনোভাব রয়েছে বলে অভিযোগ করতে থাকে বিজেপি। তবে পরবর্তীতে এই বিতর্ক কোথায় গিয়ে থামবে, সেদিকেই তাকিয়ে বাংলা।

Sayan Das

সম্পর্কিত খবর