কনফার্ম খবর! নতুন বছরেই খুলছে Kalyani Expressway, আনন্দে আত্মহারা নিত্যযাত্রীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেই সুখবর। অবশেষে খুলে দেওয়া হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway)। দীর্ঘদিন ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) একাংশে চলছিল কাজ। তাই কিছু অংশে বন্ধ ছিল যান চলাচল। কল্যাণী এক্সপ্রেসওয়ের সেই বন্ধ থাকা অংশই এবার খুলে দেওয়া হচ্ছে। নতুন বছরে তাই আর যানচলাচলের উপর থাকবে না নিষেধাজ্ঞা।

কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) আপডেট 

সম্পূর্ণ কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) দিয়েই এবার চলাচল করতে পারবে যানবাহন। জানা যাচ্ছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে খুলে যেতে চলেছে নতুন বছরের প্রথমেই। হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন (Highway Development Corporation) সূত্রে খবর, ৯৮% শেষ হয়ে গিয়েছে সোদপুরের মুড়াগাছা মোড় থেকে কাঁচরাপারার কাঁপা মোড় পর্যন্ত রাস্তার কাজ।

Kalyani Expressway

প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে মুড়াগাছা মোড়ের উড়ালপুলে (Flyover)। হিসাব অনুযায়ী, ১৭ টি উড়ালপুল ও ৬০ টি আন্ডারপাস তৈরি হয়েছে ইতিমধ্যে। নতুন ছয় লেনের সম্প্রসারিত রাস্তা খুলে দেওয়া হবে শীঘ্রই। ঠিকাদারি সংস্থা নব নির্মিত এই রাস্তার দেখভালের দায়িত্বে থাকবে। রাস্তার কোনো ক্ষতি হলে সেই ক্ষতির মেরামত করবে ঠিকাদারি সংস্থাই।

আরোও পড়ুন : ‘মিথ্যা বেশি দিন চলে না!’ সন্দেশখালি ইস্যুতে মমতার মন্তব্যে বিরাট শোরগোল 

এই রাস্তার বাতিস্তম্ভের দায়িত্বও ৫ বছরের জন্য দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে। এমনকি বাতিস্তম্ভের বিদ্যুৎ বিলও মেটাতে হবে ঠিকাদার সংস্থাকে। স্থানীয় মানুষদের অভিযোগ, নতুন রাস্তা তৈরির কয়েকমাসের মধ্যেই সেগুলির বেহাল দশা হয়ে যায়। রাস্তা রক্ষণাবেক্ষণের দিকে নজর দেওয়া উচিত সরকারের।নতুন উড়ালপুল জন সাধারণের জন্য চালু করে দেওয়া হবে নতুন বছরে। 

তবে উড়ালপুল চালুর ৫ বছর পর্যন্ত রাস্তার অবস্থা কেমন থাকে সেই নিয়ে সন্দিহান অনেকেই। ঠিকাদার সংস্থার হাতেই ৫ বছর থাকতে চলেছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব। ঠিকাদার সংস্থা সেই দায়িত্ব কতটা পালন করে সেটাই দেখার। হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রোজেক্ট ডিরেক্টর রঞ্জন কুমার জানান, নতুন বছরেই শুরু হয়ে যাবে মুড়াগাছা থেকে কাঁচরাপাড়ার কাঁপা পর্যন্ত রাস্তা।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X