ফোন করে কাজ চাইতে কেমন একটা লাগে, উত্তম কুমারের সঙ্গে অভিনয় করা কল‍্যাণী মণ্ডল ডাক পাননা ছবিতে

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রীদের মধ‍্যে একজন কল‍্যাণী মণ্ডল (Kalyani Mondal)। বিভিন্ন চ‍্যানেলে বহু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বয়সকে বাধা না মেনে দীর্ঘদিন ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। কিন্তু বড়পর্দায় দেখা মেলে না এমন জনপ্রিয় এবং প্রতিভাবান একজন অভিনেত্রীর।

কেন? ছোটপর্দায় যিনি দাপটের সঙ্গে অভিনয় করছেন বড়পর্দায় তিনি এখন ব্রাত‍্য কেন? এক স‌ংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এখনো পর্যন্ত বড়পর্দা থেকে ডাক পাননি। তবে খুব ইচ্ছা আছে ভাল ভাল চরিত্রে অভিনয় করার।

IMG 20220601 172042
পাশাপাশি তিনি এও বলেন, এখন ঘরভিত্তিক হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি। তাদের বাঁধা শিল্পী থাকে যারা শুধু তাদের হয়েই কাজ করেন। তিনি কোনোদিন ফোন করে বলেননি যে, কাজ দাও। বলতে পারেননী। যখন যে কাজ পেয়েছেন সেটাই হাসিমুখ করেছেন। এখন সেই যুগটা বদলে গিয়েছে কিনা তিনি জানেন না। ফোন করে এখন কাজ চাইতে গেলে কেমন একটা লাগে, মন্তব‍্য বর্ষীয়ান অভিনেত্রীর।

অনেক কম বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন কল‍্যাণী মণ্ডল। সেসময়ে বড়পর্দায় উত্তম কুমারের সঙ্গে ‘সন্ন‍্যাসী রাজা’, ‘আলো আমার আলো’, ‘আপন শত্রু’র মতো ছবিতে অভিনয় করেছেন। স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ছবির সেটেই একটা পরিবারের মতো হয়ে উঠেছিল।

উত্তম কুমারকে ‘জেঠু’ বলে ডাকতেন তিনি। মহানায়কের বাড়ি থেকে খাবার আসলে ছোট কল‍্যাণীকে ডেকে নিতেন তিনি মেকআপ রুমে। পাত সাজিয়ে সামনে বসিয়ে খাওয়াতেন উত্তম কুমার। এখনো যেখানে যেখানেই কাজ করেন, সব জায়গাতেই একটা পরিবারের মতো হয়ে ওঠে সকলে।

এর আগে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে ঠাম্মির চরিত্রে অভিনয় করছিলেন কল‍্যাণী মণ্ডল। সেই সিরিয়াল ছেড়ে নতুন শুরু হওয়া ‘উড়ন তুবড়ি’তে যোগ দিয়েছেন তিনি। পরিবারের মাথা হলেও এখানে তাঁর চরিত্রটি বেশ আমুদে। অল্প সময়েই দর্শকদের প্রিয় ঠাম্মি হয়ে উঠেছেন কল‍্যাণী মণ্ডল।

Niranjana Nag

সম্পর্কিত খবর