ছাত্রদের সরকার ভয় পেয়েছে, ভয় পেয়ে দমন-পীড়ন চালাচ্ছে” বিতর্কিত টুইট কমল হাসানের

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকত্ব বিল নিয়ে পশ্চিমবঙ্গ যা দেখল তা হয়তো আসাম ত্রিপুরা ও এত দেখেনি। দুদিনের মধ্যে শান্ত হয়েছিল আসাম। দিল্লি তার পুনরুত্থান করেছে আবার নিজের ভঙ্গিতেই। কিন্তু পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গেই। মারামারি হানাহানি দলাদলি বাস ট্রেন পুরানো। জনসাধারণকে অতিষ্ঠ করে তোলা সবকিছুই যেন এক নাটকের মতো ঘুরছে পশ্চিমবঙ্গে।

IMG 20191219 WA0024

আর এই সব ঘটনাকে কেন্দ্র করেই আতংকিত সাধারণ মানুষ। যার ফলস্বরূপ নাগরিকপঞ্জি বিল শরণার্থীদের নাকি অনুপ্রবেশকারীদের কাদের সুবিধা ও অসুবিধার জন্য তা হয়তো এখনো অধিক মানুষের মধ্যেই সঠিকভাবে পৌঁছাতে পারেনি। কিন্তু এর মধ্যেই দক্ষিণ ভারতের আচ পৌঁছেছে। এবং সেখানে কমল হাসান উল্লেখযোগ্য মন্তব্য করেন এক ভিন্ন বিষয়  !

তিনি বলেন, ” ছাত্ররা যে প্রশ্ন তুলেছে সরকার তার জবাব দিতে পারছে না। তাই সরকার ভয় পেয়েছে। ভয় পেয়েই দমনপীড়ন চালাচ্ছে।” “আমাদের ছাত্রদেরই উদ্বাস্তু বানিয়ে দিয়েছে। এটা পার্টি-পলিটিকসের ব্যাপার নয়। এটা আমাদের দায়িত্ব।”

প্রসঙ্গত,জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপরে ‘পুলিশি দমনপীড়নের’ বিরুদ্ধে সোমবার থেকেই আন্দোলনে নেমেছেন মাদ্রাজ ইউনিভার্সিটির ছাত্ররা। মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তারামানি ক্যাম্পাসে ৮০০ ছাত্র থাকেন। তাঁদের অভিযোগ, মেস বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা খাবার পাচ্ছেন না।

সম্পর্কিত খবর