মধ্যপ্রদেশ থেকে আচমকাই উধাও ১০ জন কংগ্রেস বিধায়ক! যোগ দিতে পারেন বিজেপিতে

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (madhya pradesh) রাজনীতিতে এখন কোন কিছুই স্বাভাবিক না। মুখ্যমন্ত্রী কমলনাথ (kamalnath) আজ দিল্লীতে সনিয়া গান্ধীর (sonia gandhi) সাথে সাক্ষাৎ করে সাথে সাথেই মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে চলে যান। উনি যাওয়ার সময় বলে যান, কোন বিষয়ে কোন বিবাদ নেই আর কোন সঙ্কটও নেই। আগামী রণনীতি ভোপালে তৈরি হবে। আর এরই মধ্যে বড় খবর আসছে যে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা বিধায়ক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সমর্থক আর মন্ত্রীদের ফোনের সুইচ অফ। যেটা কমলনাথ সরকারের জন্য বড় সমস্যা।

মধ্যপ্রদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে মুখ্যমন্ত্রী কমলনাথ আজ দিল্লীর কংগ্রেসের সভাপতির সাথে দেখা করেন। কিছুক্ষণের সাক্ষাতের পর উনি মিডিয়ার সাথে কথা বলার সময় বলেন, আমি ভোপালে যাচ্ছি। আগামী রণনীতি ওখানেই তৈরি হবে, উনি বলেন, রাজ্যসভার আসন নিয়ে কোন বিবাদ নেই। আমাদের নেত্রী সনিয়া গান্ধীর সাথে আমাদের সবরকম ইস্যুতে চর্চা হয়েছে। রাজ্যসভার আসনে প্রার্থীদের নাম শীঘ্রই ঘোষণা হবে।

মুখ্যমন্ত্রী কমলনাথ মধ্যপ্রদেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে বিরোধীদের উপর হামলা করেন। উনি বলেন, বিজেপির নেতারা তর সইতে পারছে না। ১৫ বছরের দুর্নীতি সামনে আসতে চলেছে, আর এই কারণেই বিজেপি চিন্তায় আছে। মুখ্যমন্ত্রী বলেন, সবাই জানে মধ্যপ্রদেশ কংগ্রেসের কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমি প্রতিটি কংগ্রেস কর্মীর সাথে ছিলাম।

আচমকা উধাও হয়ে যাওয়া কংগ্রেস বিধায়কদের সম্বন্ধ্যে উনি বলেন, কংগ্রেসের বিধায়কেরা তীর্থযাত্রায় গেছেন। মুখ্যমন্ত্রী কমলনাথ রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা বার্তা দেন আর দিল্লী থেকে ভোপালের জন্য রওনা দেন।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর