বাংলাহান্ট ডেস্ক: নয় দিনের হেনস্থার পর অবশেষে জেল থেকে ছাড়া পেয়েছেন কামাল আর খান (Kamal R Khan)। শর্ত সাপেক্ষে জামিনের পর মুক্তি পেয়েছেন তিনি। আর বাড়ি ফিরে তিনদিনের বিরতির পরেই কেআরকে ‘ব্যাক ইন অ্যাকশন’। নতুন টুইট করে জানিয়ে দিয়েছেন, এবার প্রতিশোধের পালা।
দুটি পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন কেআরকে। প্রয়াত অভিনেতা ইরফান খান এবং ঋষি কাপুর সম্পর্কে অসম্মানজনক টুইট এবং এক তরুণী অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। গত ৮ সেপ্টেম্বর ছাড়া পান কেআরকে।
আর ১১ সেপ্টেম্বর এল তাঁর প্রথম টুইট। এক লাইনে কামাল আর খান লিখেছেন, ‘আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে’। সঙ্গে রাগী মুখের ইমোজি। নেটিজেনরা সাদরে স্বাগত জানিয়েছেন কেআরকে কে। একজন লিখেছেন, এবার আসল মজা আসবে। আরেকজন লিখেছেন, আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। নিজের দূর্গ সামলান এবার। ঠুকে দিন বলিউডকে।
https://twitter.com/kamaalrkhan/status/1568791832158683136?t=eG2u0MapA0TjPLZgM8sENw&s=19
কিছুদিন আগে কেআরকের ২৩ বছর বয়সী ছেলে ফয়জল বাবার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে লেখেন, ‘আমি কেআরকের ছেলে ফয়জল কামাল। কিছু মানুষ মুম্বইয়ে অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করছে বাবাকে। আমার বয়স মাত্র ২৩ বছর, লন্ডনে থাকি। আমি জানিনা বাবাকে কীভাবে সাহায্য করব। আমি অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ এবং দেবেন্দ্র ফড়নবীশ জির কাছে অনুরোধ করছি আমার বাবাল প্রাণ বাঁচাতে। আমি আর আমার বোন বাবাকে ছাড়া বাঁচব না।’
তারপরেই মুক্তি পান কেআরকে। ১৫০০০ টাকা ক্ষতিপূরণ দিয়ে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। থানে পুলিস স্টেশনে জামিন সংক্রান্ত কাজকর্ম মেটার পর মুক্তি পান কেআরকে। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। যদিও তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার থানে পুলিস স্টেশনে এসে হাজিরা দিতে। মুম্বই ছাড়ার অনুমতি নেই কেআরকের।