‘দেশদ্রোহী ২’ নিয়ে আসছেন পরিচালক-অভিনেতা কেআরকে! দাবি, ‘বাহুবলী’র থেকেও বড় হবে সিনেমা

বাংলাহান্ট ডেস্ক: তিনি বিতর্কের চূড়ামণি। অথচ তাঁর ফ‍্যান ফলোয়িংও কম নয় সোশ‍্যাল মিডিয়াতে। যতই ট্রোল হন না কেন, কামাল আর খানকে (Kamal R Khan) উপেক্ষা করা যায় না। নিজেকে ফিল্ম সমালোচকের তকমা তিনি নিজেই দিয়েছেন। তবে গঠনমূলক সমালোচনা করার থেকে তিনি ট্রোল বেশি করেন। বিশেষ করে বলিউড তারকাদের প্রতি তাঁর আক্রোশ একটু বেশিই। প্রায় দিনই কাউকে না কাউকে টুইটে আক্রমণ শানিয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন কেআরকে।

তবে এবারে তাঁর ভাইরাল হওয়ার কারণটা অন‍্য। এবার অন‍্য কারোর নয়, বরং নিজের ছবির রিভিউ দেওয়ার সময় এসেছে কেআরকের। আসলে নিজের অভিনীত ছবি ‘দেশদ্রোহী’র সিক‍্যুয়েল আনার কথা ঘোষনা করেছেন তিনি। আর তারপর থেকেই মিমে ভেসেছে নেটপাড়া।

krk 759
গত ১৮ এপ্রিল টুইটারে ‘দেশদ্রোহী ২’ এর প্রথম পোস্টার শেয়ার করেছেন কেআরকে। পোস্টারে তাঁর হাতে একটি রিভলভার। কালো লেদার জ‍্যাকেট আর পুরনো স্টাইলের কালো সানগ্লাস পরেছেন তিনি। সঙ্গে কেআরকে আরো জানিয়েছেন, এবারে ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা এবং প্রযোজনাও করবেন। এমনকি তিনি এও দাবি করেছেন, ‘বাহুবলী’র থেকেও বড় ছবি বানাবেন তিনি। খুব শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন কেআরকে।

এরপরেই কয়েকজন খোঁচা মেরে টুইট করেছেন তাঁকে। একজন প্রশ্ন করেছেন, ‘বাহুবলীর থেকেও বড় ছবি বানাতে হলে ৫০০ কোটি তো বাজেট হতেই হবে। এস এস রাজামৌলির সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই আবার বাহুবলী বানাচ্ছেন! দেশদ্রোহী ২ এর হালও দেশদ্রোহীর মতোই হবে।’ আরেকজন দাবি করেছেন, অভিনয়, পরিচালনা, প্রযোজনা সবই যখন কেআরকে করবেন তখন দর্শকও কেআরকেও হবেন। একজন মজা করে লিখেছেন, ‘প্রভাস ডার্লিংয়ের বড় বিপদ!’

প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘দেশদ্রোহী’। ছবিটি পরিচালনা করেছিলেন জগদীশ এ শর্মা। প্রায় ৩ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ছবিটি আর বক্স অফিস কালেকশন ছিল ৮০ লক্ষ টাকা। এবার দেখা যাক দেশদ্রোহী ২ কতটা কী করতে পারে।

Niranjana Nag

সম্পর্কিত খবর