বিধানসভা উপনির্বাচন 2019 : বিধিভঙ্গের অভিযোগ উঠল কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্ক : সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে তিন বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। যেহেতু তিন কেন্দ্রের প্রায় অধিকাংশ বুথেই আধা সেনা মোতায়েন করা হয়েছে তাই বলা যায় নির্বিঘ্নেই ভোট হচ্ছে। সকাল থেকে কোনো বুথেই তেমন কোনো গন্ডগোলের খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে ভোটে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।

কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের 86 নম্বর বুথে বিজেপি প্রার্থী কমল সরকারে বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠল কমল সরকারের বিরুদ্ধে।অভিযোগ সকাল সাড়ে 9টা নাগাদ সস্ত্রীক ভোট দিতে আসেন কমল সরকার। ঠিক তখনই বুথে ঢুকে কিভাবে ভোট দিতে হয় তা নিজের স্ত্রী ভারতীয় সরকারকে দেখিয়ে দিয়েছেন কমল সরকার।bypolls 1574580809

এমনকি সংবাদমাধ্যমের ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়েছে। যদিও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী কমল সরকার। তিনি জানিয়েছেন, “কোনও নিয়মই ভাঙা হয়নি। আমরা স্বামী-স্ত্রী হিসেবে এভাবেই ভোট দিয়ে থাকি।”যদিও কমল সরকারের কোনো যুক্তিই এক্ষেত্রে খাটে নি। তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। একইসঙ্গে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে শআসক শিবিরের সমর্থকরা।

উল্লেখ্য, একদিকে তৃণমূলের বড় পরীক্ষা। একুশের বিধানসভা নির্বাচনের আগে অগ্নিপরীক্ষা বললেও ভুল হয় না। অন্যদিকে বিজেপির লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর মহাযুদ্ধ। তাই প্রতিটি কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে।


সম্পর্কিত খবর