বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দর্শকদের মন জয় করতে আসছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj) । যদিও দর্শকরা আশায় বুক বেঁধেছিলেন সব্যসাচীকে (Sabyasachi Chowdhury) দেখার জন্য। অর্থাৎ সকলেই ভেবেছিল আসছে ‘রামপ্রসাদ’। তবে দর্শকদের চমকে দিয়ে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের’ সম্প্রচারের সময় ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ।
চলতি মাসের ১৬ তারিখ থেকেই স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। সন্ধ্যে ৬ টার স্লটে বুক করা হল এই ধারাবাহিকের সিট। অর্থাৎ ‘আলতা ফড়িং’ এর জায়গা নেবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ । আর এতেই চিন্তায় পড়েছেন দর্শকেরা। অনেকেরই প্রশ্ন তবে কি আর দেখা যাবেনা ফড়িংকে? নাকি বদলে যাবে সময়? যদিও এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
তবে সবচেয়ে বড় কথা হল ওই একই সময় জি বাংলার পর্দায় দেখা যায় ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক। অর্থাৎ পুরোনো এই ধারাবাহিককে টক্কর দিতে আসছে নয়া ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। এই ধারাবাহিকে ফুটে উঠবে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট। দস্যিপনা এবং ভালোবাসার গল্প। বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে প্রমো।
পৃথ্বীরাজের চরিত্রে দেখা যাবে সুকৃত বসুকে এবং কমলার চরিত্রে অভিনয় করবেন অয়না চট্টোপাধ্যায়। ছোটপর্দা এবং বড়পর্দায় যথেষ্ট জনপ্রিয় এই অভিনেত্রী। রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘ বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। এমনকি মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ ছবিতেও দেখা গেছে তাঁকে।
নির্মাতা সূত্রে জানা যাচ্ছে, তরুণ মজুমদারের ‘শ্রীমান পৃথ্বীরাজ’ ছবির গল্পই ফুটে উঠবে এই ধারাবাহিকে। উঠে আসবে স্বাধীনতা সংগ্রামের গল্প। একদিকে ইংরেজ তোষণে ব্যস্ত জমিদার রুদ্রপ্রতাপ,তো অন্যদিকে ইরেজ বিরোধী ভূমিকায় দুঁদে উকিল ফণিভূষণ। আর এই দুই মতাদর্শের মানুষের ছেলে-মেয়েরাই আবদ্ধ হবেন বিবাহ বন্ধনে। তারপরই শুরু দুষ্টু-মিষ্টি প্রেম।