কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প! প্রেসিডেন্ট নির্বাচনে কাকে সমর্থন করবে হিন্দু সংগঠন? মিলল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: কমলা হ্যারিস (Kamala Harris) এবং ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বর্তমানে আগামী মঙ্গলবারের প্রেসিডেন্সিয়াল ডিবেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ডিবেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে, ট্রাম্পের সাথে বিতর্কের সময় হতাশাজনক পারফরম্যান্সের পরে জো বাইডেনকে রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর দৌড় থেকে সরে আসতে হয়েছিল।।এদিকে, ঠিক এই আবহেই হিন্দুস ফর আমেরিকা ফার্স্ট সংগঠন ঘোষণা করেছে যে, তারা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবে।

হ্যারিসকে (Kamala Harris) সমর্থন নয়:

হ্যারিস ভারতের জন্য ভালো নন: এমতাবস্থায়, ওই সংগঠন পেনসিলভেনিয়া থেকে শুরু করে জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনায় ডেমোক্র্যাটিক প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) বিরুদ্ধে প্রচার চালাবেন বলে জানা গিয়েছে। ওই সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা উৎসব সান্দুজা দাবি করেছেন যে, হ্যারিস ভারত-মার্কিন সম্পর্কের জন্য অত্যন্ত অস্থিতিশীল হিসেবে প্রমাণিত হবেন।

Kamala Harris or Donald Trump! Who will the Hindu organizations support.

বাইডেন-হ্যারিস প্রশাসন সীমান্ত সুরক্ষিত করেনি: সান্দুজা আরও জানিয়েছেন, বাইডেন-হ্যারিস প্রশাসন সীমান্ত সুরক্ষিত রাখেননি। তাঁর মতে, হ্যারিস (Kamala Harris) জো বাইডেনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন। কিন্তু, তিনি আমেরিকায় অবৈধ অভিবাসীদের প্রবাহ বন্ধ করার ক্ষেত্রে কিছুই করেননি। যার ফলে মাত্রাতিরিক্ত হারে অপরাধ এবং মাদক চোরাচালানের ঘটনা পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধেই তৈরি হবে ইতিহাস? বড় নজির গড়ার পথে রোহিত শর্মা, জানলে আপনারও হবে গর্ব

এদিকে, সান্দুজা ভারতের সাথে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা বাড়াতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসাও করেছেন। অপরদিকে, প্রাক্তন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি গত শুক্রবার বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে (Kamala Harris) ভোট দেবেন।

আরও পড়ুন: সমালোচকদের কড়া জবাব দিলেন ঋষভ পন্থ! দলীপ ট্রফিতে মাত্র এত বলেই করলেন হাফ-সেঞ্চুরি

গোপন অর্থ মামলায় ট্রাম্পের সাজা স্থগিত: জানিয়ে রাখি, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর গোপন অর্থ মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা হবে। বিচারক জুয়ান মার্চান সাজা বিলম্বিত করার কারণ ব্যাখ্যা করে বলেছেন যে, এই পদক্ষেপটি রাষ্ট্রপতি পদের প্রতিযোগিতার ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই, এই আশঙ্কা এড়াতে এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে যে, আগামী ২৬ নভেম্বর ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর