স্টার জলসায় আসছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, অবশেষে প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসার (Star Jalsa)পর্দায় সবেমাত্র পথ চলা শুরু হয়েছে ‘বালিঝড়’ (Balijhar) ধারাবাহিকের। আর এরই মধ্যে দর্শদের জন্য ফের সুখবর। আসছে নয়া ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। তবে নতুন ধারাবাহিক আসছে মানেই পথ চলা শেষ হতে চলেছে পুরোনো ধারাবাহিকের। কেউ কেউ বলেছেন শেষের দিকে এগিয়ে যাচ্ছে ‘গাঁটছড়া’। তো অনেকেই আবার বলছেন শেষ হতে পারে ‘আলতা ফড়িং’। যদিও আদতে কোন ধারাবাহিক শেষ হতে চলেছে সে বিষয়ে এখনও জানা যায়নি।

এই ধারাবাহিকে ফুটে উঠবে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট। দস্যিপোনা এবং ভালোবাসার গল্প। প্রকাশ্যে ধারাবাহিকের প্রমো। পৃথ্বীরাজের চরিত্রে ধরা দিতে চলেছেন সুকৃত বসু। এবং কমলার চরিত্রে অভিনয় করবেন অয়না চট্টোপাধ্যায়। ছোটপর্দা এবং বড়পর্দায় যথেষ্ট জনপ্রিয় এই অভিনেত্রী। রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘ বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। এমনকি মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ ছবিতেও দেখা গেছে তাঁকে।

komola o sriman prithviraj

নির্মাতা সূত্রে জানা যাচ্ছে, তরুণ মজুমদারের ‘শ্রীমান পৃথ্বীরাজ’ ছবির গল্পই উঠে আসবে এই ধারাবাহিকে। উঠে আসবে স্বাধীনতা সংগ্রামের গল্প। একদিকে যখন ইংরেজ তোষণে ব্যস্ত জমিদার রুদ্রপ্রতাপ, ঠিক তখনই ইংরেজ বিরোধী ভূমিকায় দুঁদে উকিল ফণিভূষণ। আর এই দুই মতাদর্শের মানুষের ছেলে-মেয়েরাই আবদ্ধ হবেন বিবাহ বন্ধনে। তারপরই শুরু দুষ্টু-মিষ্টি প্রেম।

তবে টেলিভিশন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলতে চলেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের। তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে টলিপাড়ায়। রাজনৈতিক ময়দান হোক অথবা ব্যক্তিগত জীবন একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। এবার তাঁদের একসাথে দেখা যেতে পারে মেগা এই ধারাবাহিকে।

additiya

সম্পর্কিত খবর