‘ভারত হিন্দুরাষ্ট্র!’, চাঞ্চল্যকর মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন কমল নাথ! প্রশ্নের মুখে I.N.D.I.A. জোট

বাংলা হান্ট ডেস্ক : এদেশে ৮২ শতাংশ হিন্দু রয়েছে। যা বুঝিয়ে দেয় ভারত একটি হিন্দু রাষ্ট্র (Hindu Rashtra)। এই মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন মধ্যপ্রদেশের (Mdhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সাংসদ কমল নাথ (Kamal Nath)। তাঁর মতে এটা একেবারে হুবহু সত্যি। তথ্য অবশ্য সেদিকেই ইঙ্গিত করছে। এর আগে স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর (Dhirendra Shastri) ‘স্তুতি’ করে বিতর্কে জড়িয়েছেন কমল নাথের ছেলে। এই পরিস্থিতিতে এমন কথা বলতে শোনা দেল বর্ষীয়ান রাজনীতিককে।

এর আগে কমল নাথের ছেলে নকুল কমল নাথ বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রীকে স্বাগত জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। বর্ষীয়ান আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির অভিযোগ, কমল-পুত্র যে ধর্মগুরুর হয়ে প্রশস্তি গাইছেন, তিনি সব সময় এই দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দাবি তোলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা শাস্ত্রীর বিরোধিতা করছি ওঁর হিন্দুত্বের এজেন্ডার জন্য। আমাদের দেশ সংবিধানে চলে, কোনও অন্য আদর্শে নয়। রাজনৈতিক ফায়দা তুলতে আমরা কি এত নিচে নামতে পারি?’

   

kamal nath

কটাক্ষের জবাব দিতে গিয়ে কমল নাথ ছেলের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, ‘তথ্য থেকে জানা যাচ্ছে, এদেশে হিন্দু রয়েছে ৮২ শতাংশ। ভারত যে হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।’ কমল নাথের ছেলে শিবানন্দ সম্পর্কে বলতে গিয়ে দাবি করেছিলেন, ‘এ আমাদের পরম সৌভাগ্য যে, গুরুদেবের পা চিন্দওয়াড়ার পবিত্র ভূমিতে পড়ল।’

সোমবার কমলনাথ যখন আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর তিনদিনের হনুমান কথার সমাপ্তিতে ছিন্দওয়াড়ায় পৌঁছান। তখন কমলনাথ নিজেকে তাঁর সবচেয়ে বড় ভক্ত বলে দাবি করেন। এ সময় সাংবাদিকরা কমলনাথকে হিন্দু জাতি নিয়ে প্রশ্ন করলে তিনি চমকপ্রদ উত্তর দেন।

কমলনাথ বলেন, ‘আমি একজন হিন্দু এবং গর্বের সঙ্গে বলি যে আমি একজন হিন্দু।’ এদিনের অনুষ্ঠানের পর পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীকে সঙ্গে নিয়ে বিশেষ বিমানে ভোপাল পৌঁছন কমলনাথ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর