ভারতের অধিনায়ক হয়েও চূড়ান্ত স্বার্থপরের মত কাজ করলেন হার্দিক! সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ দুর্দান্তভাবে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত যদি জয় না পেতো তাহলে সিরিজ এখানেই শেষ হয়ে যেত। বাকি ম্যাচগুলি হতো নিয়ম রক্ষার। কিন্তু কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বোলিং, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তিলক ভার্মার (Tilak Varma) ব্যাটিংয়ে ভর করে হার্দিক পান্ডিয়ার ভারত জয় পেল ৭ উইকেটে।

আজ প্রথমে কুলদীপ যাদব তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে আটকে ফেলেছিলেন। এরপর ব্যাটিং করতে নেমে আলঝারী জোসেফের দাপটে দুই ওপেনারকে দ্রুত হারাতে হলেও সূর্যকুমার যাদবের (৮৩) তাণ্ডব এবং তিলক ভার্মার (৪৯*) ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ম্যাচ বার করে নেয় ভারত।

tv tilak

এই সিরিজে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ভারতের তিলক ভার্মা। এটি দেশের জার্সিতে তার প্রথম আন্তর্জাতিক সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল একটি অসাধারণ হাফ সেঞ্চুরি। তবে ভারত সেই ম্যাচ জিততে পারেনি। আজ মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি না পেলেও তিনি ভারতকে জিতিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন।

কিন্তু কেন এত কাছে এসে ও নিজের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক অর্ধশতরান পেলেন না তিলক? মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থ সূর্যকুমার যাদব খ্যাত ভালোই সঙ্গ দিচ্ছিলেন তিনি। এর পেছনে ছিল হার্দিক পান্ডিয়ার একটি অদ্ভুত সিদ্ধান্ত। জয়ের জন্য যখন ভারতের আর ২ রান বাকি এবং তিলক ভার্মার অর্ধশতরানের জন্য প্রয়োজন মাত্র এক রান, তখন ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন তিনি।

অনেকেই হার্দিক পান্ডিয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। সকলেই বলছেন ভারতীয় অধিনায়কের নিজের গুরুত্বপূর্ণ অস্ত্র কে আরো মনোবল বাড়ানোর জন্য এই হাফ সেঞ্চুরিটি পূরণ করতে দেওয়া উচিত ছিল। তিলক ভার্মার মুখ দেখে মনে হয়েছে তিনি কিছুটা হতাশ হয়েছেন এই ব্যাপারটি নিয়ে। তবে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে এসে অধিনায়ক হার্দিক এবং দুর্দান্ত ছন্দে থাকা তিলক দুজনেই এই ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর