বড় খেল আদানির! নিয়ে এলেন ট্রেনের টিকিট কাটার দুর্দান্ত অ্যাপ, মুহূর্তের মধ্যে সিট হবে কনফার্ম

বাংলা হান্ট ডেস্ক: এবার আরও একটি ক্ষেত্রে দাপট দেখাতে শুরু করলেন ভারতের (India) অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে আরও একাধিক পরিষেবা সহজেই পাওয়ার জন্য আদানি একটি বিশেষ অ্যাপ নিয়ে এসেছেন। যেটির নাম হল আদানি ওয়ান অ্যাপ (Adani One App)।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা অত্যন্ত সহজে এবং দ্রুত যে কোনও ট্রেনের টিকিট কাটতে পারবেন। মূলত, কেন্দ্রীয় সংস্থা IRCTC (Indian Railway Catering and Tourism Corporation Ltd)-র সাথে হাত মিলিয়ে আদানি গ্রুপ এই বিশেষ অ্যাপ নিয়ে এসেছে। যেটিতে ট্রেনের টিকিটের পাশাপাশি ফ্লাইটের টিকিট এবং হোটেল বুকিং করা যাবে।

Gautam Adani brings the best train ticket booking app.

আদানি ওয়ান অ্যাপ: মূলত, এই অ্যাপের মাধ্যমে একাধিক পরিষেবা দেওয়া হবে। এমতাবস্থায়, অ্যাপের পাশাপাশি যাত্রীদের জন্য নিয়ে আসা হয়েছে পৃথক ওয়েবসাইট। যেখানে ট্রেন থেকে শুরু করে প্লেন এবং বাসের টিকিট বুক করা যাবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও সেখান থেকে জানা যাবে।

আরও পড়ুন: বদলাবে ১৩ বছরের ইতিহাস! পরের মরশুমেই MI ছাড়বেন রোহিত? ভবিষ্যদ্বাণী প্রাক্তন তারকা পেসারের

করা যাবে টিকিট বুকিং: এই অ্যাপে ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীরা কোন স্টেশন থেকে কোথায় যেতে চান সেই তথ্য দিলেই ট্রেনের তালিকা সামনে আসবে। সেখানে সফরের তারিখ এবং কোটা সহ বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। এর পাশাপাশি এই অ্যাপে রয়েছে ফ্রি ক্যানসেলেশন ফি’র সুবিধাও। ঠিক একইরকম ভাবে করা যাবে ফ্লাইট বুকিং। এদিকে ক্যাব এবং বাসের টিকিটও বুক করা যাবে। এছাড়াও, এই অ্যাপে মিলবে আরও বেশ কিছু সুবিধে। যেগুলির মধ্যে খাবার অর্ডার থেকে শুরু করে পার্কিংয়ের সুবিধাও মিলবে।

আরও পড়ুন: ফিরছে নস্টালজিয়া! ফের লঞ্চ হচ্ছে Nokia-র ২৫ বছরের পুরনো ফোন, রয়েছে 4G সহ দুর্দান্ত সব ফিচার্স

এইভাবে করুন ব্যবহার: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস এই দুই ফোনেই ব্যবহার করা যাবে আদানি ওয়ান অ্যাপ। এর জন্য প্লে স্টোরে গিয়ে আদানি ওয়ান সার্চ করলেই অ্যাপটি সামনে আসবে। যেটিকে ফোনে ইনস্টল করে নিতে হবে। ওই অ্যাপের হোমপেজে ফ্লাইট, ট্রেন, ক্যাব বুকিং, বাস-সহ একাধিক অপশন উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী অপশন বেছে নিতে পারেন। জানিয়ে রাখি যে, এই অ্যাপে টিকিট কাটার ক্ষেত্রে রয়েছে ডিসকাউন্ট অফার এবং রিওয়ার্ডস অপশনের সুবিধা। পাশাপাশি, আগামী দিনে এই অ্যাপের মাধ্যমে সিনেমার টিকিট বুকিং করার পরিষেবাও যুক্ত হবে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর